ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ছাত্রলীগের সম্মেলনের সিদ্ধান্ত হয়নি

  • আপডেট সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হয়ে তারা এ তথ্য জানান। তারা বলেন, সম্মেলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সম্মেলনের সিদ্ধান্ত হলে নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) জানাবেন। নেত্রী যেদিন তারিখ দেবেন সেদিন সম্মেলন হবে। অনেকেই সম্মেলনের কথা বলছেন, এ ধরনের প্রচার সম্পর্কে তাদের অবস্থান জানতে চাইলে তারা বলেন, সম্মেলনের সিদ্ধান্ত হলে আমরা অফিসিয়ালি বিবৃতি দেবো। এখনো সম্মেলনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে এখন অফিসিয়াল বিবৃতি দেওয়ার কিছু নেই। যখন সম্মেলনের তারিখ ঘোষণা হবে, আমরা সম্মেলনের প্রস্তুতি নেবো, সেসব কার্যক্রম শুরুর আগেই অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়ে দেবো।
সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে তারা বলেন, তিনি যা জানিয়েছেন, আপনারা (সাংবাদিকরা) তা ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি (ওবায়দুল কাদের) আওয়ামী লীগের সেক্রেটারি। সামনে যেহেতু আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে, সেহেতু আওয়ামী লীগের সম্মেলনের আগে সব সহযোগী সংগঠন যেগুলো মেয়াদোত্তীর্ণ, নেত্রীর সঙ্গে কথা বলে সেগুলোর তারিখ নির্ধারণ করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে। কবে সম্মেলন হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। ‘এটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে স্বার্থান্বেষী মহল ও তাদের কিছু পেইড সাংবাদিক, তারা এ কাজটা করছেন’ যোগ করেন তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছাত্রলীগের সম্মেলনের সিদ্ধান্ত হয়নি

আপডেট সময় : ১২:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বের হয়ে তারা এ তথ্য জানান। তারা বলেন, সম্মেলনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সম্মেলনের সিদ্ধান্ত হলে নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) জানাবেন। নেত্রী যেদিন তারিখ দেবেন সেদিন সম্মেলন হবে। অনেকেই সম্মেলনের কথা বলছেন, এ ধরনের প্রচার সম্পর্কে তাদের অবস্থান জানতে চাইলে তারা বলেন, সম্মেলনের সিদ্ধান্ত হলে আমরা অফিসিয়ালি বিবৃতি দেবো। এখনো সম্মেলনের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে এখন অফিসিয়াল বিবৃতি দেওয়ার কিছু নেই। যখন সম্মেলনের তারিখ ঘোষণা হবে, আমরা সম্মেলনের প্রস্তুতি নেবো, সেসব কার্যক্রম শুরুর আগেই অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়ে দেবো।
সম্মেলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাইলে তারা বলেন, তিনি যা জানিয়েছেন, আপনারা (সাংবাদিকরা) তা ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি (ওবায়দুল কাদের) আওয়ামী লীগের সেক্রেটারি। সামনে যেহেতু আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে, সেহেতু আওয়ামী লীগের সম্মেলনের আগে সব সহযোগী সংগঠন যেগুলো মেয়াদোত্তীর্ণ, নেত্রীর সঙ্গে কথা বলে সেগুলোর তারিখ নির্ধারণ করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়েছে। কবে সম্মেলন হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। ‘এটাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে স্বার্থান্বেষী মহল ও তাদের কিছু পেইড সাংবাদিক, তারা এ কাজটা করছেন’ যোগ করেন তারা।