ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ঈদের আলোচিত নাটক ‘ভুলো না আমায়’

  • আপডেট সময় : ১২:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতরের নাটক ‘ভুলো না আমায়’। গ্রামীণ প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘ভুলো না আমায়’। নাটকটি রচনা করেছেন সোহেল রানা শ্রাবণ ও জাকারিয়া সৌখিন যৌথভাবে। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। তাদের জুটির রসায়ন পছন্দ করেছেন দর্শক- অন্তত নেট ঘেঁটে এমনটাই মনে হচ্ছে। পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি চেষ্টা করেছি ‘ভুলো না আমায়’ নাটকটি আমার মতো করে নির্মাণ করতে। আমি কখনো চিন্তা করিনি ঈদে এত নাটকের ভিড়ে আমাদের নাটকটি ট্রেন্ডিংয়ে জায়গা করে নেবে। দর্শকরা নাটকটি দেখছেন এবং আলোচনা ও প্রশংসা করছেন। এটা অনেক বড় প্রাপ্তি। আমি ফারহান, কেয়াসহ আমার টিমের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আসলে একটি ভালো টিমই একটি ভালো কাজ উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখে।’ ‘ভুলো না আমায়’ গত ৭ মে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মাত্র চার দিনেই এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ লাখের বেশি ভিউ নিয়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নাটকটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঈদের আলোচিত নাটক ‘ভুলো না আমায়’

আপডেট সময় : ১২:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

বিনোদন প্রতিবেদক : ঈদুল ফিতরের নাটক ‘ভুলো না আমায়’। গ্রামীণ প্রেক্ষাপটে প্রেমের গল্প নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন ‘ভুলো না আমায়’। নাটকটি রচনা করেছেন সোহেল রানা শ্রাবণ ও জাকারিয়া সৌখিন যৌথভাবে। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। তাদের জুটির রসায়ন পছন্দ করেছেন দর্শক- অন্তত নেট ঘেঁটে এমনটাই মনে হচ্ছে। পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি চেষ্টা করেছি ‘ভুলো না আমায়’ নাটকটি আমার মতো করে নির্মাণ করতে। আমি কখনো চিন্তা করিনি ঈদে এত নাটকের ভিড়ে আমাদের নাটকটি ট্রেন্ডিংয়ে জায়গা করে নেবে। দর্শকরা নাটকটি দেখছেন এবং আলোচনা ও প্রশংসা করছেন। এটা অনেক বড় প্রাপ্তি। আমি ফারহান, কেয়াসহ আমার টিমের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আসলে একটি ভালো টিমই একটি ভালো কাজ উপহার দিতে অগ্রণী ভূমিকা রাখে।’ ‘ভুলো না আমায়’ গত ৭ মে সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। মাত্র চার দিনেই এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৭ লাখের বেশি ভিউ নিয়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নাটকটি।