বিনোদন ডেস্ক :মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ তৈরি হয়েছে মহাভারতের অনুপ্রেরণায়! এমন দাবিই করলেন বলিউডের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘আয়রনম্যান’ চরিত্রটির সঙ্গে তিনি কর্ণের এবং ‘থর’ এর সঙ্গে হনুমানের তুলনা করেছেন! কাজ হোক কিংবা বিতর্কিত মন্তব্য, সবসময়েই নিজেকে আলোচনায় রাখতে ভালোবাসেন কঙ্গনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় পশ্চিমারা আমাদের মিথলজি থেকে ধার করে। তাদের সুপারহিরোদের যখন দেখি আয়রনম্যানকে মনে হয় কর্ণের মতো, থরের হ্যামারটাকে হনুমানজির গদার মতো মনে হয়। তাদের দেখানোর ভঙ্গি আলাদা, কিন্তু বিষয়বস্তু একই।’ কঙ্গনা বর্তমানে ব্যস্ত আছেন তার পরবর্তী অ্যাকশন ড্রামা ‘ধকড়’ নিয়ে। ছবিটি চলতি মাসের ২০ তারিখ মুক্তি পাবে। ‘ধকড়’ পরিচালনা করেছেন রজনীশ ঘাই। এই ছবিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল ও দিব্যা দত্ত।
মহাভারত’র অনুপ্রেরণায় হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’, দাবি কঙ্গনার
জনপ্রিয় সংবাদ