ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মমতার সাহিত্য পুরস্কার নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন শ্রাবন্তী

  • আপডেট সময় : ০৯:৪২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মান দিয়েছে বাংলা আকাদেমি। গত ৯ মে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু ঘোষণা করেন—শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়ে এই পুরস্কার এ বছর দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এরপর থেকে বিষয়টি নিয়ে জোর সমালোচনা চলছে। এর প্রতিবাদে সাহিত্য আকাদেমির উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক অনাদিরঞ্জন বিশ্বাস। তা ছাড়াও পশ্চিমবঙ্গের লেখক, গবেষক রতœা রশিদ বন্দ্যোপাধ্যায় অন্নদাশঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্মাননা দেওয়ার বিষয়ে তাদের আপত্তি মূলত—বইটির মান নিয়ে।
পশ্চিমবঙ্গ থেকে এই আলোচনার ঝড় পৌঁছে গেছে বাংলাদেশেও। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। কিন্তু এ বিষয়ে ঠিক কী ভাবছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি?
ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন—‘এটা খুবই ভালো খবর। দীর্ঘদিন ধরে দিদি কবিতা লিখছেন। দিদির যে কাব্যের প্রতি ভালোবাসা, তা এতদিনে সম্মানিত হলো, তা ভেবেই ভালো লাগছে। আশা করব, দিদি আরো আরো ভালো কাজ করুন এবং সম্মান পান।’
গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শুধু তাই নয়, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির টিকিটও পেয়ে যান। কিন্তু তৃণমূলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী। তবে একই বছরের শেষের দিক বিজেপি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী।
এরপর থেকে শ্রাবন্তীকে নিয়ে নানা গুঞ্জন উড়ছে। ধারণা করা হচ্ছে, তৃণমূলে যোগ দেবেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সমালোচিত এই নায়িকা। তবে তৃণমূলের হয়ে পৌরসভার ভোটের প্রচারে অংশ নিয়ে পুরোপুরি ‘ডিগবাজি’ দিয়েছেন শ্রাবন্তী। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে জোর জল্পনা চলছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মমতার সাহিত্য পুরস্কার নিয়ে সমালোচনার ঝড়, মুখ খুললেন শ্রাবন্তী

আপডেট সময় : ০৯:৪২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মান দিয়েছে বাংলা আকাদেমি। গত ৯ মে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু ঘোষণা করেন—শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়ে এই পুরস্কার এ বছর দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এরপর থেকে বিষয়টি নিয়ে জোর সমালোচনা চলছে। এর প্রতিবাদে সাহিত্য আকাদেমির উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক অনাদিরঞ্জন বিশ্বাস। তা ছাড়াও পশ্চিমবঙ্গের লেখক, গবেষক রতœা রশিদ বন্দ্যোপাধ্যায় অন্নদাশঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সম্মাননা দেওয়ার বিষয়ে তাদের আপত্তি মূলত—বইটির মান নিয়ে।
পশ্চিমবঙ্গ থেকে এই আলোচনার ঝড় পৌঁছে গেছে বাংলাদেশেও। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানারকম মন্তব্য করছেন নেটিজেনরা। কিন্তু এ বিষয়ে ঠিক কী ভাবছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি?
ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন—‘এটা খুবই ভালো খবর। দীর্ঘদিন ধরে দিদি কবিতা লিখছেন। দিদির যে কাব্যের প্রতি ভালোবাসা, তা এতদিনে সম্মানিত হলো, তা ভেবেই ভালো লাগছে। আশা করব, দিদি আরো আরো ভালো কাজ করুন এবং সম্মান পান।’
গত বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শুধু তাই নয়, বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির টিকিটও পেয়ে যান। কিন্তু তৃণমূলের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান শ্রাবন্তী। তবে একই বছরের শেষের দিক বিজেপি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন এই অভিনেত্রী।
এরপর থেকে শ্রাবন্তীকে নিয়ে নানা গুঞ্জন উড়ছে। ধারণা করা হচ্ছে, তৃণমূলে যোগ দেবেন তিনি। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সমালোচিত এই নায়িকা। তবে তৃণমূলের হয়ে পৌরসভার ভোটের প্রচারে অংশ নিয়ে পুরোপুরি ‘ডিগবাজি’ দিয়েছেন শ্রাবন্তী। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে জোর জল্পনা চলছে।