ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ব্যক্তি উদ্যোগে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে কলেজ ভবন নির্মাণ

  • আপডেট সময় : ০৯:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

ব্যক্তি উদ্যোগে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে কলেজ ভবন নির্মাণ

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : যশোরের বাঘারপাড়া মির্জাপুর আদর্শ মহিলা কলেজে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে দিলো জাহেদী ফাউন্ডেশন। গত শনিবার (৭ মে) বিকালে চারতলাবিশিষ্ট এই শামস্-উল-হুদা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হলেও গুণগত মানে আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ ও উন্নয়ন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায় বর্তমান শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ব্যক্তি উদ্যোগে জাহেদী ফাউন্ডেশন চারতলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে দেওয়ায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো আমূল পরিবর্তন হবে। তার অনন্য উদহারণ হলো এই মির্জাপুর আদর্শ মহিলা কলেজ। অ্যাকাডেমিক ভবন নির্মাণের ফলে এখানকার শিক্ষার্থীদের পড়াশুনার জীবনমান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কবির খান জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম ও মির্জাপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ব্যক্তি উদ্যোগে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে কলেজ ভবন নির্মাণ

আপডেট সময় : ০৯:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : যশোরের বাঘারপাড়া মির্জাপুর আদর্শ মহিলা কলেজে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে দিলো জাহেদী ফাউন্ডেশন। গত শনিবার (৭ মে) বিকালে চারতলাবিশিষ্ট এই শামস্-উল-হুদা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হলেও গুণগত মানে আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ ও উন্নয়ন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টায় বর্তমান শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ব্যক্তি উদ্যোগে জাহেদী ফাউন্ডেশন চারতলা অ্যাকাডেমিক ভবন নির্মাণ করে দেওয়ায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো আমূল পরিবর্তন হবে। তার অনন্য উদহারণ হলো এই মির্জাপুর আদর্শ মহিলা কলেজ। অ্যাকাডেমিক ভবন নির্মাণের ফলে এখানকার শিক্ষার্থীদের পড়াশুনার জীবনমান আরও উন্নত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ও যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল কবির খান জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম ও মির্জাপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।