ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

ফখরুল সাহেব নিজেই নির্বাচিত হয়ে সংসদে যাননি: ওবায়দুল

  • আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে গণতন্ত্র নেই-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি। আসন ছেড়ে দিয়ে উপনির্বাচন করতে বাধ্য হয়েছেন। এটা তাহলে কিসের গণতন্ত্র?’
গতকাল রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে অংশগ্রহণ করবে।
আওয়ামী লীগ দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বাগত জানায়। ঈদ যাত্রায় সড়কে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনা রোধে সরকার দ্রুত কাজ করার চিন্তাভাবনা করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ফখরুল সাহেব নিজেই নির্বাচিত হয়ে সংসদে যাননি: ওবায়দুল

আপডেট সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : দেশে গণতন্ত্র নেই-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি। আসন ছেড়ে দিয়ে উপনির্বাচন করতে বাধ্য হয়েছেন। এটা তাহলে কিসের গণতন্ত্র?’
গতকাল রোববার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে অংশগ্রহণ করবে।
আওয়ামী লীগ দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক চায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বাগত জানায়। ঈদ যাত্রায় সড়কে দুর্ঘটনায় প্রাণহানির বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনা রোধে সরকার দ্রুত কাজ করার চিন্তাভাবনা করছে।