ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ডারবান চলচ্চিত্র উৎসবে ‘রিকশা গার্ল’

  • আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে


বিনোদন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। ২২ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত আয়োজিত এ উৎসবে ছবিটি প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে বলে জানান নির্মাতা। এর আগে তিনি ছবির প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে ফেইসবুকে এ নির্মাতা জানান, ছবিটি এখন অস্কারে জমা দেওয়া যাবে। বিষয়টি নিয়ে অমিতাভ রেজার বলেন, ‘বিষয়টি আমারও পরিষ্কার জানা নেই। আমার ধারণা, ওই প্রতিযোগিতা থেকে অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ছবি জমা দেওয়া হয়। সেটাও দুয়েকটা না, হাজার হাজার ছবি জমা পড়ে।’
এর বাইরে বাংলাদেশের অস্কার কমিটি থেকে প্রতি বছর একটি ছবি অস্কারে পাঠানো হয়। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। নাঈমা নামে এক কিশোরীর রিকশার প্যাডলে জীবনের ঘানি টানার গল্প উঠে এসেছে চলচ্চিত্রে। নাঈমার চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। নভেরা ছাড়াও অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন। এর আগে প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন অমিতাভ রেজা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডারবান চলচ্চিত্র উৎসবে ‘রিকশা গার্ল’

আপডেট সময় : ০২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১


বিনোদন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। ২২ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত আয়োজিত এ উৎসবে ছবিটি প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে বলে জানান নির্মাতা। এর আগে তিনি ছবির প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে ফেইসবুকে এ নির্মাতা জানান, ছবিটি এখন অস্কারে জমা দেওয়া যাবে। বিষয়টি নিয়ে অমিতাভ রেজার বলেন, ‘বিষয়টি আমারও পরিষ্কার জানা নেই। আমার ধারণা, ওই প্রতিযোগিতা থেকে অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ছবি জমা দেওয়া হয়। সেটাও দুয়েকটা না, হাজার হাজার ছবি জমা পড়ে।’
এর বাইরে বাংলাদেশের অস্কার কমিটি থেকে প্রতি বছর একটি ছবি অস্কারে পাঠানো হয়। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার। নাঈমা নামে এক কিশোরীর রিকশার প্যাডলে জীবনের ঘানি টানার গল্প উঠে এসেছে চলচ্চিত্রে। নাঈমার চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। নভেরা ছাড়াও অভিনেত্রী চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ আরও অনেকে অভিনয় করেছেন। এর আগে প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ নির্মাণ করে সাড়া ফেলেছিলেন অমিতাভ রেজা।