নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সোয়া ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া গাজী অটোরাইস মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস ও নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহন এবং সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ১ নারী ও ৬ পুরুষ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, দুই জনের পরিচয় আপাতত পাওয়া গেছে। তারা ভাই-বোন। সাদিয়া (১২) ও কাউসার (১৮) সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। তারা নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাওসার হোসেনের দুই সন্তান। এ ঘটনায় নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রায়েরবাজারে ট্রাকের ধাক্কায় লেগুনা চুরমার, নিহত ১ ঢাকার রায়েরবাজারে বেড়িবাঁধ সড়কে ট্রাকের ধাক্কায় চুরমার হয়েছে একটি লেগুনা, নিহত হয়েছেন একজন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার এসআই লিটন মজুমদার বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই ট্রাকটির সঙ্গে বিপরীতমুখী লেগুনাটির সংঘর্ষ হয়। স্থানীয়রাই আহত লেগুনাযাত্রীদের উদ্ধার করে কাছে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনায় লেগুনার একজন পুরুষ যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিভাবে পাওয়া যায়নি। স্থানীয়রা ৩/৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলেছিলেন। তখন এসআই লিটন বলেছিলেন, “সিকদার মেডিকেল পুলিশ পাঠানো হয়েছে। হতাহত আসলে কতজন, সেখান থেকে তথ্য পাওয়া যাবে।”
রমনায় সড়ক বিভাজকে বাইকের ধাক্কায় আরোহী তরুণী নিহত : ঢাকার রমনায় সড়ক বিভাজকে একটি মোটর সাইকেল ধাক্কা লাগানোর পর নিহত হয়েছেন এর আরোহী এক তরুণী, আহত হয়েছেন এর চালক। ঈদের পর গত শুক্রবার মধ্যরাতে প্রায় ফাঁকা সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত তরুণীর নাম নিশি আক্তার বীনা (২২)। তার স্বজন মোস্তফা কামাল (৩০) মোটর সাইকেলটি চালাচ্ছিলেন। তিনি মিরপুরের বাউনিয়া এলাকায় মুরগির ব্যবসা করেন।
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত : বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নওয়াজ আল সাইমান ইবনে মজিদ বাপ্পী (২৫) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু। বগুড়ার শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শুক্রবার (৬ মে) রাতে উপজেলার ফুলদীঘি এলাকায় মিঞাপাড়া কবরস্থানের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাপ্পী বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আবদুল মজিদের ছেলে। আহতরা হলেন– ফুলদীঘি এলাকার আল মামুন সরকারের ছেলে এসএম সাকিব (২৩) এবং কৈগাড়ি এলাকার আইয়ুব হোসেনের ছেলে পিয়াল হোসেন (২৪)।
নাটোরে সড়কে ঝরলো ভাই-বোনসহ ৭ জনের প্রাণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ