ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

এবার কোকাকোলা কিনতে চেয়ে ইলন মাস্কের টুইট

  • আপডেট সময় : ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ধনকুবের ইলন মাস্ক যে খ্যাপাটে, তাঁর সম্পর্কে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁদের সবার এটা জানা। এই তো কয়েক দিন আগে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তিতে উপনীত হয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছেন তিনি। এ ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই আজ বৃহস্পতিবার ইলনের এক টুইট আবার সাড়া ফেলেছে। ওই টুইটে বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি বলেন, তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কোকাকোলা কিনে নিতে চান। কোকাকোলা কিনতে চেয়ে ইলন মাস্কের করা টুইটটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৭ লাখের বেশি মানুষ। সেখানে অনেক মন্তব্য পড়েছে। ইলন মাস্কের টুইটার নিজেদের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন অনেকে।
অনুসারীদের কারও কারও মন্তব্যের উত্তর দিয়েছেন ইলন মাস্ক। তবে এবার কিন্তু কোকাকোলা কিনতে ইলন মাস্কের আগ্রহের চেয়ে তিনি কেন বহুজাতিক এই পানীয় কোম্পানিটি কিনে নিতে চাইছেন, সেটা নিয়ে মানুষ আলোচনা করছেন বেশি। ইলন মাস্ক ওই টুইটে বলেন, তিনি কোকাকোলা কিনতে চান, কারণ, কোকাকোলায় পুনরায় কোকেইন ফিরিয়ে আনতে চান তিনি। ইলন মাস্কের এ কথা নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গেছে। কারণ, এমন গুঞ্জন আছে যে কোকাকোলায় কোকেইন ব্যবহার করা হতো। কিন্তু ইন্টারনেট ও অনলাইন মাধ্যমে এমন গুজব উঠলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। অপ্রমাণিত এমন একটি বিষয়কে সামনে তুলে আনার কারণে অনেকে অবশ্য ইলন মাস্কের ওই টুইট নিয়ে সমালোচনাও করেন।
তবে কোকাকোলা কিনতে চেয়ে ওই টুইট করার পর ইলন মাস্ক আরও দুটি টুইট করেন। একটিতে এর আগে তাঁর করা একটি টুইটের স্ক্রিনশট পোস্ট করেন তিনি। ওই টুইটে তিনি বলেছিলেন, ‘আমি এখন ম্যাকডোনাল্ডস কিনে নিতে যাচ্ছি এবং কেনার পর তাদের আইসক্রিম তৈরির মেশিনগুলোর সমস্যা সমাধান করব।’ পরে আরও একটি টুইট করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে যতটা পারা যায় টুইটারের মাধ্যমে মজা নেওয়ার চেষ্টা করি।’ ওই টুইটে ইলন মাস্ক আরও একটি মন্তব্য করেন। এবার তাতে বিশ্বখ্যাত এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ‘শুনুন, আমি কিন্তু অলৌকিক কিছু করতে পারি না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

এবার কোকাকোলা কিনতে চেয়ে ইলন মাস্কের টুইট

আপডেট সময় : ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : ধনকুবের ইলন মাস্ক যে খ্যাপাটে, তাঁর সম্পর্কে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁদের সবার এটা জানা। এই তো কয়েক দিন আগে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার চুক্তিতে উপনীত হয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছেন তিনি। এ ঘটনার রেশ এখনো কাটেনি। এর মধ্যেই আজ বৃহস্পতিবার ইলনের এক টুইট আবার সাড়া ফেলেছে। ওই টুইটে বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি বলেন, তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি কোকাকোলা কিনে নিতে চান। কোকাকোলা কিনতে চেয়ে ইলন মাস্কের করা টুইটটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১৭ লাখের বেশি মানুষ। সেখানে অনেক মন্তব্য পড়েছে। ইলন মাস্কের টুইটার নিজেদের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন অনেকে।
অনুসারীদের কারও কারও মন্তব্যের উত্তর দিয়েছেন ইলন মাস্ক। তবে এবার কিন্তু কোকাকোলা কিনতে ইলন মাস্কের আগ্রহের চেয়ে তিনি কেন বহুজাতিক এই পানীয় কোম্পানিটি কিনে নিতে চাইছেন, সেটা নিয়ে মানুষ আলোচনা করছেন বেশি। ইলন মাস্ক ওই টুইটে বলেন, তিনি কোকাকোলা কিনতে চান, কারণ, কোকাকোলায় পুনরায় কোকেইন ফিরিয়ে আনতে চান তিনি। ইলন মাস্কের এ কথা নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গেছে। কারণ, এমন গুঞ্জন আছে যে কোকাকোলায় কোকেইন ব্যবহার করা হতো। কিন্তু ইন্টারনেট ও অনলাইন মাধ্যমে এমন গুজব উঠলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। অপ্রমাণিত এমন একটি বিষয়কে সামনে তুলে আনার কারণে অনেকে অবশ্য ইলন মাস্কের ওই টুইট নিয়ে সমালোচনাও করেন।
তবে কোকাকোলা কিনতে চেয়ে ওই টুইট করার পর ইলন মাস্ক আরও দুটি টুইট করেন। একটিতে এর আগে তাঁর করা একটি টুইটের স্ক্রিনশট পোস্ট করেন তিনি। ওই টুইটে তিনি বলেছিলেন, ‘আমি এখন ম্যাকডোনাল্ডস কিনে নিতে যাচ্ছি এবং কেনার পর তাদের আইসক্রিম তৈরির মেশিনগুলোর সমস্যা সমাধান করব।’ পরে আরও একটি টুইট করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। টুইটে তিনি বলেন, ‘আসুন, সবাই মিলে যতটা পারা যায় টুইটারের মাধ্যমে মজা নেওয়ার চেষ্টা করি।’ ওই টুইটে ইলন মাস্ক আরও একটি মন্তব্য করেন। এবার তাতে বিশ্বখ্যাত এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ‘শুনুন, আমি কিন্তু অলৌকিক কিছু করতে পারি না।’