ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু রাজ্যের এক মন্দির থেকে বের হওয়া ধর্মীয় শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জন মৃত্যু এবং আরও ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, থানজাভুর জেলায় ওই মন্দিরের রথটি হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহত কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মকর্তা ভানুপ্রিয়া জানান, রথটি চালাতে ব্যবহৃত জেনারেটরটি রাস্তার একটি মোড়ে আটকে যায়। সেটি ঠিক করার সময় রথের মাথাটি হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন রাস্তায় পানি নানা থাকলে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারতো। রথের পাশাপাশি হাঁটতে থাকা প্রায় ৫০জন ভক্ত মাত্র কয়েক সেকেন্ড আগে সরে যাওয়ায় তারা রক্ষা পান। সিনিয়র পুলিশ কর্মকর্তারা এনডিটিভি চ্যানেলকে জানিয়েছেন, সাধারণত কোনও রথযাত্রা রাস্তায় হাই-ভোল্টেজ তার থাকলে তা বন্ধ রাখা হয়। তবে এবার তা করা হয়নি কারণ রথটি বিদ্যুৎ সরবরাহ লাইন স্পর্শের মতো যথেষ্ট উঁচু ছিল না। ওই কর্মকর্তা বলেন, ‘কিন্তু মনে হচ্ছে সাজসজ্জার কারণে এটির উচ্চতা বাড়িয়েছে এবং এটি তারের সংস্পর্শে এসেছে।’ ঘটনাটির এক ভিডিওতে দেখা গেছে রথটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

আপডেট সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাড়ু রাজ্যের এক মন্দির থেকে বের হওয়া ধর্মীয় শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জন মৃত্যু এবং আরও ১৫ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, থানজাভুর জেলায় ওই মন্দিরের রথটি হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহত কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের কর্মকর্তা ভানুপ্রিয়া জানান, রথটি চালাতে ব্যবহৃত জেনারেটরটি রাস্তার একটি মোড়ে আটকে যায়। সেটি ঠিক করার সময় রথের মাথাটি হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে আসে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন রাস্তায় পানি নানা থাকলে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারতো। রথের পাশাপাশি হাঁটতে থাকা প্রায় ৫০জন ভক্ত মাত্র কয়েক সেকেন্ড আগে সরে যাওয়ায় তারা রক্ষা পান। সিনিয়র পুলিশ কর্মকর্তারা এনডিটিভি চ্যানেলকে জানিয়েছেন, সাধারণত কোনও রথযাত্রা রাস্তায় হাই-ভোল্টেজ তার থাকলে তা বন্ধ রাখা হয়। তবে এবার তা করা হয়নি কারণ রথটি বিদ্যুৎ সরবরাহ লাইন স্পর্শের মতো যথেষ্ট উঁচু ছিল না। ওই কর্মকর্তা বলেন, ‘কিন্তু মনে হচ্ছে সাজসজ্জার কারণে এটির উচ্চতা বাড়িয়েছে এবং এটি তারের সংস্পর্শে এসেছে।’ ঘটনাটির এক ভিডিওতে দেখা গেছে রথটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।