ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

সু চির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় স্থগিত

  • আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন মিয়ানমারের একটি আদালত। বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির জান্তা সরকারের একজন মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেন,‘আজ (সোমবার) কোনো রায় হচ্ছে না।’ কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
গতকাল সোমবার সু চির বিরুদ্ধে করা ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ গ্রহণের মামলার রায় ঘোষণার দিন ছিল। সু চির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি দেশটির সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে অর্থ ও সোনা ঘুষ নিয়েছিলেন। এক সময় ফিও মিন থেইনকে সু চির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। গত বছরের অক্টোবরে দেওয়া সাক্ষ্যে তিনি সু চিকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নোবেল বিজয়ী সু চি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই মামলার রায়ে সু চির দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছরের কারাদ- হওয়ার কথা ছিল। আর সব দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে তার সাজার মেয়াদ দেড়শ বছর ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে দুটি মামলায় সু চির ৬ বছরের সাজা হয়েছে। গত বছরের সেনা অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। পরে তার বিরুদ্ধে উসকানি, ঘোষ নেওয়া থেকে শুরু করে নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক সম্প্রদায় সু চির বিরুদ্ধে দুর্নীতির বিচারকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিলেও যথাযথ প্রক্রিয়া মেনেই সু চির বিচার হচ্ছে বলে দাবি দেশটির জান্তা সরকারের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সু চির বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় স্থগিত

আপডেট সময় : ০২:০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন মিয়ানমারের একটি আদালত। বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির জান্তা সরকারের একজন মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেন,‘আজ (সোমবার) কোনো রায় হচ্ছে না।’ কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
গতকাল সোমবার সু চির বিরুদ্ধে করা ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ গ্রহণের মামলার রায় ঘোষণার দিন ছিল। সু চির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি দেশটির সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে অর্থ ও সোনা ঘুষ নিয়েছিলেন। এক সময় ফিও মিন থেইনকে সু চির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। গত বছরের অক্টোবরে দেওয়া সাক্ষ্যে তিনি সু চিকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন নোবেল বিজয়ী সু চি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই মামলার রায়ে সু চির দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছরের কারাদ- হওয়ার কথা ছিল। আর সব দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে তার সাজার মেয়াদ দেড়শ বছর ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে দুটি মামলায় সু চির ৬ বছরের সাজা হয়েছে। গত বছরের সেনা অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। পরে তার বিরুদ্ধে উসকানি, ঘোষ নেওয়া থেকে শুরু করে নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক সম্প্রদায় সু চির বিরুদ্ধে দুর্নীতির বিচারকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিলেও যথাযথ প্রক্রিয়া মেনেই সু চির বিচার হচ্ছে বলে দাবি দেশটির জান্তা সরকারের।