ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে জামা খুলে প্রতিবাদ

  • আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ১৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার বাসিন্দারা। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা জামা খুলে প্রতিবাদ দেখান।
গতকাল সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজক সন্দ্বীপ অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে আরও কয়েকটি সংগঠন অংশ নেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে নৌ যাতায়াতব্যবস্থা পুরোনো আমলের। সেটা বোঝাতেই তাঁরা জামা খুলে প্রতিবাদ জানাচ্ছেন। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এই রুটে নৌচলাচল নিরাপদ হয়নি। এখনো এই রুটে দুর্ঘটনায় যাত্রীরা মারা যাচ্ছেন। কিন্তু প্রশাসন কাউকে ক্ষতিপূরণ দেয়নি। একটা ঘটনায়ও সুষ্ঠু তদন্ত হয়নি।
বক্তারা আরও বলেন, এই রুটে লাল বোটের মাধ্যমে যাত্রীদের পারাপার করতে হয়। কয়েক দিন আগেও বোট উল্টে চারজন মারা গেছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কর্মসূচি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সম্পাদক মঞ্জুরুল আলম। বক্তব্য দেন সমকাল চট্টগ্রাম কার্যালয়ের ব্যুরো প্রধান সারোয়ার সুমন, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মো. শরীফুল আলম, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমতিয়াজ কবির, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সভাপতি কাজী জিয়া উদ্দীন প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আগুনে সব হারিয়ে আহাজারি কড়াইলে বস্তিবাসীর, খোলা মাঠে আশ্রয়

নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে জামা খুলে প্রতিবাদ

আপডেট সময় : ০১:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম থেকে সন্দ্বীপ রুটে নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলার বাসিন্দারা। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা জামা খুলে প্রতিবাদ দেখান।
গতকাল সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আয়োজক সন্দ্বীপ অ্যাসোসিয়েশন। কর্মসূচিতে আরও কয়েকটি সংগঠন অংশ নেয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে নৌ যাতায়াতব্যবস্থা পুরোনো আমলের। সেটা বোঝাতেই তাঁরা জামা খুলে প্রতিবাদ জানাচ্ছেন। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও এই রুটে নৌচলাচল নিরাপদ হয়নি। এখনো এই রুটে দুর্ঘটনায় যাত্রীরা মারা যাচ্ছেন। কিন্তু প্রশাসন কাউকে ক্ষতিপূরণ দেয়নি। একটা ঘটনায়ও সুষ্ঠু তদন্ত হয়নি।
বক্তারা আরও বলেন, এই রুটে লাল বোটের মাধ্যমে যাত্রীদের পারাপার করতে হয়। কয়েক দিন আগেও বোট উল্টে চারজন মারা গেছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কর্মসূচি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সম্পাদক মঞ্জুরুল আলম। বক্তব্য দেন সমকাল চট্টগ্রাম কার্যালয়ের ব্যুরো প্রধান সারোয়ার সুমন, সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মো. শরীফুল আলম, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমতিয়াজ কবির, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সভাপতি কাজী জিয়া উদ্দীন প্রমুখ।