ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ইউক্রেইনের কাছে রাশিয়ার তেলের ডিপোতে আগুন

  • আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ব্রেয়ানস্ক শহরে একটি তেল সংরক্ষণাগারে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার স্থানীয় সময় ভোরের আগে সংরক্ষণাগারটিতে আগুন ধরার খবর পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইনে যুদ্ধের সঙ্গে এই অগ্নিকা-ের কোনো সম্পর্ক আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেইনের একাধিক হেলিকপ্টার গত সপ্তাহে ওই এলাকার বেসামরিক ভবনগুলোতে হামলা চালিয়ে অন্তত ৭ জনকে আহত করে বলে রাশিয়া দাবি করেছিল। এক বিবৃতিতে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তেল পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফেটের মালিকানাধীন একটি স্থাপনায় রাত ২টার দিকে আগুন লাগে। তবে এ অগ্নিকা-ের কারণে শহরের কোনো অংশের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। ব্রেয়ানস্ক শহরের বাসিন্দা ৪ লাখের মতো। এই প্রশাসনিক কেন্দ্রটির অবস্থান ইউক্রেইন সীমান্ত থেকে ১৫৪ কিলোমিটার দূরে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে এর দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার। ইউক্রেইনকে ‘নিরস্ত্রীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার লক্ষ্যে দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ‘সর্বাত্মক হামলায়’ নামে রাশিয়া। তিন মাসে গড়ানো এই হামলাকে মস্কো ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি চুক্তিতে রাজি ইউক্রেন

ইউক্রেইনের কাছে রাশিয়ার তেলের ডিপোতে আগুন

আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ব্রেয়ানস্ক শহরে একটি তেল সংরক্ষণাগারে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার স্থানীয় সময় ভোরের আগে সংরক্ষণাগারটিতে আগুন ধরার খবর পাওয়া যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেইনে যুদ্ধের সঙ্গে এই অগ্নিকা-ের কোনো সম্পর্ক আছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেইনের একাধিক হেলিকপ্টার গত সপ্তাহে ওই এলাকার বেসামরিক ভবনগুলোতে হামলা চালিয়ে অন্তত ৭ জনকে আহত করে বলে রাশিয়া দাবি করেছিল। এক বিবৃতিতে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তেল পাইপলাইন কোম্পানি ট্রান্সনেফেটের মালিকানাধীন একটি স্থাপনায় রাত ২টার দিকে আগুন লাগে। তবে এ অগ্নিকা-ের কারণে শহরের কোনো অংশের মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি। ব্রেয়ানস্ক শহরের বাসিন্দা ৪ লাখের মতো। এই প্রশাসনিক কেন্দ্রটির অবস্থান ইউক্রেইন সীমান্ত থেকে ১৫৪ কিলোমিটার দূরে। রাশিয়ার রাজধানী মস্কো থেকে এর দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার। ইউক্রেইনকে ‘নিরস্ত্রীকরণ’ ও ‘নাৎসিমুক্ত’ করার লক্ষ্যে দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ‘সর্বাত্মক হামলায়’ নামে রাশিয়া। তিন মাসে গড়ানো এই হামলাকে মস্কো ‘বিশেষ সামরিক অভিযান’ বলছে।