ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

এবার লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ

  • আপডেট সময় : ১২:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কিছু বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে লেবানন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট নিক্ষেপ করা হয়। সোমবার (২৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক টুইট বার্তায় জানান, লেবাননের যে জায়গা থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে সেখানে বোমাবর্ষণ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের কয়েকটি শহরে ৫০টি কামানের গোলা নিক্ষেপ করেছে। এসময় দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কয়েকটি স্থানে সাইরেন বাজায়। যদিও এরই মধ্যে সেখানে সেনা মোতায়েন করেছে লেবানন সরকার। এদিকে লেবাননে জাতিসংঘের প্রধান মিশন কমান্ডার আরল্ডো লাজারো একটি টুইট বার্তায় উভয় পক্ষকে শান্ত ও সংযম হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এবার লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ

আপডেট সময় : ১২:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কিছু বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে লেবানন থেকে ইসরায়েলের দিকে একটি রকেট নিক্ষেপ করা হয়। সোমবার (২৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এক টুইট বার্তায় জানান, লেবাননের যে জায়গা থেকে রকেট নিক্ষেপ করা হয়েছে সেখানে বোমাবর্ষণ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন স্থাপনা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী লেবাননের কয়েকটি শহরে ৫০টি কামানের গোলা নিক্ষেপ করেছে। এসময় দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কয়েকটি স্থানে সাইরেন বাজায়। যদিও এরই মধ্যে সেখানে সেনা মোতায়েন করেছে লেবানন সরকার। এদিকে লেবাননে জাতিসংঘের প্রধান মিশন কমান্ডার আরল্ডো লাজারো একটি টুইট বার্তায় উভয় পক্ষকে শান্ত ও সংযম হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।