ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : বৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার সময় চারটি অভিবাসনপ্রত্যাশী নৌকা তিউনিসিয়া উপকূলের কাছে ডুবে গেছে। এতে অন্তত ১২ জন অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন ১০ জন।
গতকাল রোববার বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।
তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি জানান, শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে চারটি নৌকা স্ফ্যাক্সের উপকূলের কাছে ডুবে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ৯৮ জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করে।
এর আগে চলতি সপ্তাহে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সম্প্রতি তিউনিসিয়ার উপকূলে কয়েক ডজন মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন। এছাড়া তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টাও করছেন অনেকে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর-এর হিসেব অনুযায়ী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারের বেশি অভিবাসীপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৯৫ হাজারের বেশি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট সময় : ১১:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : বৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার সময় চারটি অভিবাসনপ্রত্যাশী নৌকা তিউনিসিয়া উপকূলের কাছে ডুবে গেছে। এতে অন্তত ১২ জন অভিবাসীপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন ১০ জন।
গতকাল রোববার বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানিয়েছে।
তিউনিসিয়ার কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি জানান, শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে চারটি নৌকা স্ফ্যাক্সের উপকূলের কাছে ডুবে যায়। পরে কোস্টগার্ডের সদস্যরা ৯৮ জনকে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করে।
এর আগে চলতি সপ্তাহে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে আটক করেছে তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
সম্প্রতি তিউনিসিয়ার উপকূলে কয়েক ডজন মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন। এছাড়া তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালির দিকে যাওয়ার চেষ্টাও করছেন অনেকে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর-এর হিসেব অনুযায়ী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারের বেশি অভিবাসীপ্রত্যাশী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিল ৯৫ হাজারের বেশি।