ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

কাউন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন শান মাসুদ

  • আপডেট সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে খেলছেন পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ। কেবল খেলছেন বললে ভুল হবে, রীতিমতো শাসন করছেন। প্রথম ম্যাচে সাসেক্সের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস খেলেন। এরপর শুক্রবার লিচেস্টারশায়ারের বিপক্ষে ২৬৮ বলে ২৪টি চার ও ১ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করার নজির স্থাপন করলেন। আর এশিয়ার দ্বিতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এর আগে ১৯৩৩ সালে নওয়াব ইফতিখার আলী খান পদৌতি কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ব্যাক টু ব্যাক ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে কাউন্টি ক্রিকেটের চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন দুই ম্যাচে চার ইনিংসে তার মোট রান এখন ৬১১। তিনি চার ইনিংসে ৯১, ৬২, ২৩৯ ও ২১৯ রান করেছেন। কাউন্টিতে দুর্দান্ত খেলা শান মাসুদ অবশ্য পাকিস্তান টেস্ট দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এখনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি দলে জায়গা পাননি। তবে বর্তমানে তিনি যে ফর্মে আছেন তাতে হয়তো শিগগিরই টেস্ট দলে ডাক পাবেন আবার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অর্থনৈতিক, রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পরিবারভিত্তিক ব্যবসা

কাউন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন শান মাসুদ

আপডেট সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

ক্রীড়া ডেস্ক : কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের হয়ে খেলছেন পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদ। কেবল খেলছেন বললে ভুল হবে, রীতিমতো শাসন করছেন। প্রথম ম্যাচে সাসেক্সের বিপক্ষে ২৩৯ রানের ইনিংস খেলেন। এরপর শুক্রবার লিচেস্টারশায়ারের বিপক্ষে ২৬৮ বলে ২৪টি চার ও ১ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেন। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি করার নজির স্থাপন করলেন। আর এশিয়ার দ্বিতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি। এর আগে ১৯৩৩ সালে নওয়াব ইফতিখার আলী খান পদৌতি কাউন্টি ক্রিকেটে ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ব্যাক টু ব্যাক ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে কাউন্টি ক্রিকেটের চলতি আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছেন দুই ম্যাচে চার ইনিংসে তার মোট রান এখন ৬১১। তিনি চার ইনিংসে ৯১, ৬২, ২৩৯ ও ২১৯ রান করেছেন। কাউন্টিতে দুর্দান্ত খেলা শান মাসুদ অবশ্য পাকিস্তান টেস্ট দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এখনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে তিনি দলে জায়গা পাননি। তবে বর্তমানে তিনি যে ফর্মে আছেন তাতে হয়তো শিগগিরই টেস্ট দলে ডাক পাবেন আবার।