আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনী প্রথমবারের মতো পূর্ব ইউক্রেনের ক্রেমিন্না শহর দখল নিয়েছে। পরে সেখান থেকে সেনাদের প্রত্যাহার করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। আলজাজিরা জানায়, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশ বাহিনীর নতুন ধাপের অভিযান শুরুর পর এটিই তাদের নিয়ন্ত্রণে নেওয়া প্রথম শহর। রাশিয়ার সামরিক অভিযানের পূর্বে ক্রেমিন্না শহরে ১৮ হাজারের বেশি মানুষ বসবাস করত।
স্থানীয় সময় গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেন,‘দানবেরা (রুশ বাহিনী) ক্রেমিন্নার নিয়ন্ত্রণ নিয়েছে। তারা শহরের ভেতরে ঢুকে গেছে। আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রত্যাহার করতে হয়েছে। তারা নতুন করে বিভিন্ন সুরক্ষিত জায়গায় অবস্থান নিয়েছে এবং রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে।’ সেরহি হাইদাই আরও বলেন,‘কতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, তার সংখ্যা হিসাব করা অসম্ভব। আমাদের কাছে প্রায় ২০০ জনের মৃত্যুর নিশ্চিত তথ্য আছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।’ তবে রুশ বাহিনী কখন ক্রেমিন্না দখল করেছে তা জানাননি গভর্নর।
রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ইউক্রেনের ক্রেমিন্না শহর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ