ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে দুইপক্ষের আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় দেন।
দ-প্রাপ্ত আসামিরা হলেন, কর্ণফুলী থানার শাহমীরপুর জমাদারপাড়ার মো. আজম, ফারুক প্রকাশ আশিক, আলী আজগর প্রকাশ হৃদয়, মো. ওমর উদ্দীন, শওকত হোসেন প্রকাশ শাহনুর, এসএম আশরাফুল আলম সুমন এবং মো. পারভেজ। ৭ জনের মধ্যে এসএম আশরাফুল আলম সুমন এবং মো.পারভেজ পলাতক রয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার এক দিন পর নিহত মামুনের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এতে অভিযোগ করা হয়, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মামুনকে পরিকল্পিতভাবে খুন করা হয়। তবে সেসময় এলাকার লোকজনের বরাতে গণমাধ্যমে তথ্য এসেছিল, মামুন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। মাদকের বিরোধিতা এবং আধিপত্য বিস্তারের জেরে নিজ সংগঠনের প্রতিপক্ষের হাতে তিনি খুন হন। আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার শাহমীরপুরে ২০১৮ সালের ২৬ সেপ্টম্বর সন্ধ্যায় মামুনুর রশিদ প্রকাশ সাগরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন মো. ইয়াছিন কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৩ মার্চ আদালতে চার্জশিট দেওয়া হয়। ২০২১ সালের ৫ জানুয়ারি আদালতে চার্জ গঠন করা হয়। ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পিপি আইয়ুব খান বলেন, মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদ- দিয়েছেন আদালত। এ ছাড়া ওমর উদ্দীন নামে এক আসামিকে ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেওয়া হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০১:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে দুইপক্ষের আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক এই রায় দেন।
দ-প্রাপ্ত আসামিরা হলেন, কর্ণফুলী থানার শাহমীরপুর জমাদারপাড়ার মো. আজম, ফারুক প্রকাশ আশিক, আলী আজগর প্রকাশ হৃদয়, মো. ওমর উদ্দীন, শওকত হোসেন প্রকাশ শাহনুর, এসএম আশরাফুল আলম সুমন এবং মো. পারভেজ। ৭ জনের মধ্যে এসএম আশরাফুল আলম সুমন এবং মো.পারভেজ পলাতক রয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার এক দিন পর নিহত মামুনের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এতে অভিযোগ করা হয়, এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মামুনকে পরিকল্পিতভাবে খুন করা হয়। তবে সেসময় এলাকার লোকজনের বরাতে গণমাধ্যমে তথ্য এসেছিল, মামুন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। মাদকের বিরোধিতা এবং আধিপত্য বিস্তারের জেরে নিজ সংগঠনের প্রতিপক্ষের হাতে তিনি খুন হন। আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার শাহমীরপুরে ২০১৮ সালের ২৬ সেপ্টম্বর সন্ধ্যায় মামুনুর রশিদ প্রকাশ সাগরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরদিন মো. ইয়াছিন কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৩ মার্চ আদালতে চার্জশিট দেওয়া হয়। ২০২১ সালের ৫ জানুয়ারি আদালতে চার্জ গঠন করা হয়। ১৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পিপি আইয়ুব খান বলেন, মামুনুর রশিদ প্রকাশ সাগর হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদ- দিয়েছেন আদালত। এ ছাড়া ওমর উদ্দীন নামে এক আসামিকে ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেওয়া হয়েছে।