ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

নোটিফিকেশনে যেকোনও রিংটোন ব্যবহার করা যাবে টেলিগ্রামে

  • আপডেট সময় : ১০:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : এখন থেকে টেলিগ্রামের নোটিফিকেশনে যেকোনও সাউন্ড যোগ করার সুবিধা চালু হলো। নতুন আপডেটে ব্যবাহরকারী চাইলে তার পছন্দমতো সাউন্ড ব্যবহার করে নোটিফিকেশন টোন তৈরি করতে পারবে টেলিগ্রামে। এমনকি চ্যাট থেকে কোনও ভয়েস ম্যাসেজকেও সেভ করে নোটিফিকেশন টোন করা যাবে।
টেলিগ্রামের পক্ষ থেকে জানানো হয়, আপাতত টোন হিসেবে ব্যবাহারের জন্য অডিও ফাইল বা ভয়েস ম্যাসেজে সাইজ হতে হবে সর্বোচ্চ ৩০০ কিলোবাইট এবং পাঁচ সেকেন্ডের ভেতরে। নির্দিষ্ট চ্যাটিং এর জন্য নির্দিষ্ট টোন অথবা সম্পূর্ণ চ্যাটিং এর জন্য টোন নির্বাচন করতে প্রথমে সেটিংস-এ যেতে হবে। এর পর নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস এ গিয়ে নির্বাচন করতে হবে। টেলিগ্রাম নোটিফিকেশন চ্যানেলে কিছু সাউন্ড দেওয়া রয়েছে, যা ব্যবহারকারী চাইলে ব্যবহার করতে পারবে।
ভার্জ জানায়, এই সুবিধা ছাড়া নির্দিষ্ট সময় পর্যন্ত মিউট করে রাখার ব্যবস্থাতেও আপগ্রেড করেছে টেলিগ্রাম। ইতোপূর্বে নোটিফিকেশন মিউট করে রাখার ব্যবস্থা ছিল শুধু একঘণ্টা, আট ঘণ্টা আর দুই দিনের জন্য। কিন্তু নতুন আপডেটে আরও বেশি অপশন যোগ করা হয়েছে। তার মধ্যে ৩০ মিনিট অথবা দুই মাসের মতো সময়ও যোগ করা হয়েছে। এছাড়া রয়েছে অটো ডিলিট টাইমার, যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পরপর চ্যাট মুছে যাবে। এগুলো ছাড়াও নতুন আপডেটে রয়েছে আইওএসের জন্য ইন-অ্যাপ ট্রানস্লেশন ফাংশন, প্লেয়ার উইন্ডোকে পিকচার ইন পিকচার করার সুবিধা ইত্যাদি। আরেকটি বিশেষ আপডেট হলো নতুন অ্যানিমেটেড ফুড ইমোজি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নোটিফিকেশনে যেকোনও রিংটোন ব্যবহার করা যাবে টেলিগ্রামে

আপডেট সময় : ১০:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

প্রযুক্তি ডেস্ক : এখন থেকে টেলিগ্রামের নোটিফিকেশনে যেকোনও সাউন্ড যোগ করার সুবিধা চালু হলো। নতুন আপডেটে ব্যবাহরকারী চাইলে তার পছন্দমতো সাউন্ড ব্যবহার করে নোটিফিকেশন টোন তৈরি করতে পারবে টেলিগ্রামে। এমনকি চ্যাট থেকে কোনও ভয়েস ম্যাসেজকেও সেভ করে নোটিফিকেশন টোন করা যাবে।
টেলিগ্রামের পক্ষ থেকে জানানো হয়, আপাতত টোন হিসেবে ব্যবাহারের জন্য অডিও ফাইল বা ভয়েস ম্যাসেজে সাইজ হতে হবে সর্বোচ্চ ৩০০ কিলোবাইট এবং পাঁচ সেকেন্ডের ভেতরে। নির্দিষ্ট চ্যাটিং এর জন্য নির্দিষ্ট টোন অথবা সম্পূর্ণ চ্যাটিং এর জন্য টোন নির্বাচন করতে প্রথমে সেটিংস-এ যেতে হবে। এর পর নোটিফিকেশনস অ্যান্ড সাউন্ডস এ গিয়ে নির্বাচন করতে হবে। টেলিগ্রাম নোটিফিকেশন চ্যানেলে কিছু সাউন্ড দেওয়া রয়েছে, যা ব্যবহারকারী চাইলে ব্যবহার করতে পারবে।
ভার্জ জানায়, এই সুবিধা ছাড়া নির্দিষ্ট সময় পর্যন্ত মিউট করে রাখার ব্যবস্থাতেও আপগ্রেড করেছে টেলিগ্রাম। ইতোপূর্বে নোটিফিকেশন মিউট করে রাখার ব্যবস্থা ছিল শুধু একঘণ্টা, আট ঘণ্টা আর দুই দিনের জন্য। কিন্তু নতুন আপডেটে আরও বেশি অপশন যোগ করা হয়েছে। তার মধ্যে ৩০ মিনিট অথবা দুই মাসের মতো সময়ও যোগ করা হয়েছে। এছাড়া রয়েছে অটো ডিলিট টাইমার, যার মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পরপর চ্যাট মুছে যাবে। এগুলো ছাড়াও নতুন আপডেটে রয়েছে আইওএসের জন্য ইন-অ্যাপ ট্রানস্লেশন ফাংশন, প্লেয়ার উইন্ডোকে পিকচার ইন পিকচার করার সুবিধা ইত্যাদি। আরেকটি বিশেষ আপডেট হলো নতুন অ্যানিমেটেড ফুড ইমোজি।