বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তাই তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।
বিষয়টি ডিপজল নিজেই নিশ্চিত করেছেন গণমাধ্যমে। এরই মধ্যে প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। শাপলা মিডিয়ার বিতর্কিত প্রযোজক সেলিম খানের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন এই অভিনেতা-প্রযোজক।
শিল্পী সমিতির পদে থাকলে অন্য কোনো সমিতিতে নির্বাচন করা যায় না। শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিষয়টি এতদিন তার জানা ছিল না ডিপজলের। না হলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতেন বলে মন্তব্য করেন তিনি।
গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে।
এরমধ্যে প্রযোজক সমিতির নির্বাচনের পরিচালনা জন্য বোর্ডও গঠন করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ। দুজন সদস্য আশরাফুর রহমান ও আমিনুল ইসলাম। দুজনই বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব।
নির্বাচনের জন্য শিল্পী সমিতি থেকে সরে দাঁড়াচ্ছেন ডিপজল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ