নিজস্ব প্রতিবেদক : গত একদিনে দেশে ৫০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে কোভিডে নতুন কারও মৃত্যুর খবর আসেনি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৫০ জনের কোভিড শনাক্ত হয়।
তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৬৭ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে মহামারীর মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৪১২ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৬ জনই রয়েছে। সরকারি হিসাবে গত এক দিনে সেরে উঠেছেন আরও ৩৩১ জন; তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯১ হাজার ৫২৮ জন সুস্থ হয়ে উঠলেন। এই হিসাবে দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৩১ হাজার ৭৫৮ জন। অর্থাৎ তারা কোভিডে আক্রান্ত হওয়ার এখনও সুস্থ হননি।
দেশে আরও এক মৃত্যুহীন দিনে, শনাক্ত ৫০
ট্যাগস :
দেশে আরও এক মৃত্যুহীন দিনে
জনপ্রিয় সংবাদ