ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

১০টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করবে বুয়েট

  • আপডেট সময় : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে ১০টি যুগোপযোগী গবেষণা প্রকল্পে অর্থায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) তত্ত্বাবধানে এ প্রথমবারের মতো রিসার্চ পোর্টালের মাধ্যমে গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হয়। এতে ৪৫টি প্রস্তাবনা জমা পড়ে। যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৩৭টি বাছাই করা হয়। এরপর দেশ-বিদেশের সর্বমোট ১১১ জন পর্যালোকের মতামতের ভিত্তিতে ৩৭টি গবেষণা প্রকল্প থেকে ১০টি চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
গত রোববার রাতে বুয়েটে অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ড. সত্য প্রাসাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান সত্যজিৎ কর্মকার ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, শিক্ষার বিষয়ে বিশেষ আগ্রহ ও দরদ আছে প্রধানমন্ত্রীর। সরকার, পরিকল্পনা মন্ত্রণালয়, বিইপিআরসি আমরা সবসময় বুয়েটের পাশে থাকবো।
নিজস্ব অর্থায়নে গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ায় বুয়েটের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বুয়েটের সাম্প্রতিক গবেষণা ও উদ্ভাবন সম্পর্কিত কর্মপরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন রাইজ-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত, ইউনিলিভার বাংলাদেশ, ওয়াল্টন, বেক্সিমকো, এনার্জি প্যাকসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বুয়েটের ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন পরিদপ্তরসহ ইনস্টিটিউট ও সেন্টারের প্রধান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১০টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করবে বুয়েট

আপডেট সময় : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : প্রতিযোগিতামূলক বাছাইয়ের মাধ্যমে ১০টি যুগোপযোগী গবেষণা প্রকল্পে অর্থায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) তত্ত্বাবধানে এ প্রথমবারের মতো রিসার্চ পোর্টালের মাধ্যমে গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হয়। এতে ৪৫টি প্রস্তাবনা জমা পড়ে। যার মধ্য থেকে প্রাথমিকভাবে ৩৭টি বাছাই করা হয়। এরপর দেশ-বিদেশের সর্বমোট ১১১ জন পর্যালোকের মতামতের ভিত্তিতে ৩৭টি গবেষণা প্রকল্প থেকে ১০টি চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
গত রোববার রাতে বুয়েটে অনুদান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ড. সত্য প্রাসাদ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান সত্যজিৎ কর্মকার ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী বলেন, শিক্ষার বিষয়ে বিশেষ আগ্রহ ও দরদ আছে প্রধানমন্ত্রীর। সরকার, পরিকল্পনা মন্ত্রণালয়, বিইপিআরসি আমরা সবসময় বুয়েটের পাশে থাকবো।
নিজস্ব অর্থায়নে গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ায় বুয়েটের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বুয়েটের সাম্প্রতিক গবেষণা ও উদ্ভাবন সম্পর্কিত কর্মপরিকল্পনা ও অগ্রগতি তুলে ধরেন রাইজ-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার।
অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত, ইউনিলিভার বাংলাদেশ, ওয়াল্টন, বেক্সিমকো, এনার্জি প্যাকসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বুয়েটের ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন পরিদপ্তরসহ ইনস্টিটিউট ও সেন্টারের প্রধান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান উপস্থিত ছিলেন।