ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

অজ্ঞান পার্টির সর্দার শশা মনির গ্রেপ্তার

  • আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নারিকেলসহ বিভিন্ন খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ মিশিয়ে বাস স্টেশন থেকে শুরু করে বিভিন্ন পাবলিক পরিবহণের যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করতো মনির। এই চক্রের আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে, যারা মনিরের সহযোগী হিসেবে কাজ করে।
গত রোববার রাতে রাজধানীর দিয়াবাড়ির মেট্রোরেল স্টেশন-১ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সর্দার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনির ওরফে মোনারুল ওরফে শশা মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।
গতকাল সোমবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানান। নোমান আহমদ বলেন, ‘গত রোববার রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দুটি মামলার পলাতক আসামি শশা অবস্থান করছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।’
র‌্যাব মুখপাত্র বলেন, ‘গাইবান্ধা গোবিন্দগঞ্জের দাড়িদহ ছয় ঘরিয়ার আবুল কালামের ছেলে মনির দীর্ঘ নয় বছর আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি।’ জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার শশা মনির অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারীদের চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করত। মনিরের নামে গাইবান্ধা, ময়মনসিংহ ও ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচনে ৯ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অজ্ঞান পার্টির সর্দার শশা মনির গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : নারিকেলসহ বিভিন্ন খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ মিশিয়ে বাস স্টেশন থেকে শুরু করে বিভিন্ন পাবলিক পরিবহণের যাত্রীদের খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করতো মনির। এই চক্রের আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে, যারা মনিরের সহযোগী হিসেবে কাজ করে।
গত রোববার রাতে রাজধানীর দিয়াবাড়ির মেট্রোরেল স্টেশন-১ এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সর্দার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মনির ওরফে মোনারুল ওরফে শশা মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।
গতকাল সোমবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ এ তথ্য জানান। নোমান আহমদ বলেন, ‘গত রোববার রাতে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার দুটি মামলার পলাতক আসামি শশা অবস্থান করছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।’
র‌্যাব মুখপাত্র বলেন, ‘গাইবান্ধা গোবিন্দগঞ্জের দাড়িদহ ছয় ঘরিয়ার আবুল কালামের ছেলে মনির দীর্ঘ নয় বছর আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি।’ জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার শশা মনির অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন ধরে রাজধানীসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারীদের চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করত। মনিরের নামে গাইবান্ধা, ময়মনসিংহ ও ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।