ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

সোহেল চৌধুরী হত্যা মামলায় আশিষ চৌধুরীর জামিন নামঞ্জুর

  • আপডেট সময় : ০১:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেনএ আদেশ দেন। এর আগে গত ১১ এপ্রিল কারা কর্তৃপক্ষকে ১৭ এপ্রিল এ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেন। সে অনুযায়ী রোববার কারা কর্তৃপক্ষ এ আসামিতে ট্রাইব্যুনালে হাজির করেন। এরপর রাষ্ট্রপক্ষে আবেদন অনুযায়ী আদালত আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।
এর আগে ট্রাইবয়ুনালের পরোয়ানামূলে গত ৫ এপ্রিল রাতে র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা। ওই ঘটনায় গত ৬ এপ্রিল রাতে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন র‌্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম। এরপর গত ৭ এপ্রিল গুলশান থানা পুলিশ আশিষ রায়কে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। আশীষ রায় চৌধুরী নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ১ নম্বর আসামি। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইনসের ঊর্ধ্বতন পদে ছিলেন। সর্বশেষ তিনি জিএমজি এয়ারলাইনসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। সোহেল চৌধুরী হত্যা মামলার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ডিবি পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০১ সালের ৩০ অক্টোবর ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ ২৪ বছর পর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‌্যাব-১০ এর অভিযানে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এ হত্যা মামলার পলাতক আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোহেল চৌধুরী হত্যা মামলায় আশিষ চৌধুরীর জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০১:১৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেনএ আদেশ দেন। এর আগে গত ১১ এপ্রিল কারা কর্তৃপক্ষকে ১৭ এপ্রিল এ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের আদেশ দেন। সে অনুযায়ী রোববার কারা কর্তৃপক্ষ এ আসামিতে ট্রাইব্যুনালে হাজির করেন। এরপর রাষ্ট্রপক্ষে আবেদন অনুযায়ী আদালত আসামিকে এ মামলায় গ্রেপ্তার দেখায়।
এর আগে ট্রাইবয়ুনালের পরোয়ানামূলে গত ৫ এপ্রিল রাতে র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর গুলশান থেকে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা। ওই ঘটনায় গত ৬ এপ্রিল রাতে আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন র‌্যাব-১০ এর ডিএডি জাহাঙ্গীর আলম। এরপর গত ৭ এপ্রিল গুলশান থানা পুলিশ আশিষ রায়কে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। আশীষ রায় চৌধুরী নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ১ নম্বর আসামি। তিনি একাধিক বেসরকারি এয়ারলাইনসের ঊর্ধ্বতন পদে ছিলেন। সর্বশেষ তিনি জিএমজি এয়ারলাইনসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। সোহেল চৌধুরী হত্যা মামলার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর বনানীর ক্লাব ট্রামসের নিচে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় তার বড় ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। ১৯৯৯ সালের ৩০ জুলাই ডিবি পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০০১ সালের ৩০ অক্টোবর ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ ২৪ বছর পর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল ও র‌্যাব-১০ এর অভিযানে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত এ হত্যা মামলার পলাতক আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেপ্তার করে র‌্যাব।