প্রত্যাশা ডেস্ক : গত ২৯ মার্চ ঢাকায় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ শীর্ষক অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়েছেন উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী এ আর রাহমান। অনুষ্ঠানে দেশের লোকসংগীতশিল্পী সাংসদ মমতাজসহ মাইলস ব্যান্ডও গেয়েছে। ওই অনুষ্ঠানে গান গেয়ে পাওয়া সম্মানীর বিপরীতে তাঁদের কাউকেই কোনো কর দিতে হয়নি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগেই প্রজ্ঞাপন দিয়ে আলোচ্য শিল্পীদের ওই অনুষ্ঠানের আয়ের কর মওকুফ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজধানীর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করে। পুরো অনুষ্ঠান আয়োজন করতে প্রায় ১২ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
সাধারণত বিদেশি শিল্পীদের ক্ষেত্রে ২৫ শতাংশ পর্যন্ত উৎসে আয়কর কেটে রাখার বিধান আছে। আর স্থানীয় শিল্পীদের সম্মানী অর্থের ওপর আয়কর বসে। শুধু গানের শিল্পী নয়, কলাকুশলীদেরও আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, ‘কনসার্টে অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্পী ও কলাকুশলীদের পারিশ্রমিক, হোটেল ও বিমান ভাড়া, যাতায়াতসহ অন্যান্য খরচের ওপর আরোপনীয় সব আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে।
এ আর রাহমানের জন্য কর ছাড়
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ