বিনোদন প্রতিবেদক : আসন্ন ঈদের নাটকে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ফের জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। নাটকের নাম ‘আড্ডাবাজ’। এটি পরিচালনা করেছেন শামস করিম। সম্প্রতি রাজধানী উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। তানহা তাসনিয়া বলেন, ‘মজার গল্পে নাটকটি নির্মিত হয়েছে। সেখানে সুন্দর একটি সামাজিক বার্তা আছে। মোশাররফ করিম ভাই জনপ্রিয় একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে। তিনি অনেক হেল্পফুল। আমাদের প্রথম নাটকটি দর্শক বেশ উপভোগ করেছেন। আশা করছি, এই নাটকটিও সবাই পছন্দ করবেন।’ ২০১৪ সালে রফিক শিকদারের পরিচালনায় ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে আবির্ভাব হয় তানহা তাসনিয়ার। বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে তিনি সুনাম অর্জন করেছেন। বড়পর্দার পাশাপাশি বিশেষ বিশেষ দিবসে তিনি নাটকেও অভিনয় করেন। মোশাররফ করিমের বিপরীতে এর আগে গত কোরবানির ঈদে ‘বউ ভীষণ পাওয়ারফুল’ নামে একটি নাটকে প্রথমবার দেখা যায় তানহা তাসনিয়াকে। এবার তারা জুটি হলেন ‘আড্ডাবাজ’-এ। অভিনেত্রী জানান, দীপ্ত টিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচারিত হবে।