ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

ফ্রিজে রাখতেন কুকুর-বিড়াল-সাপসহ ১৮৩টি প্রাণী

  • আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি বাড়ির ফ্রিজ থেকে কুকুর, বিড়াল, পাখিসহ ১৮৩টি মৃত প্রাণী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাইকেল প্যাট্রিক টুরল্যান্ড নামের ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।
পুলিশের কাছে অভিযোগ করেন এক নারী, প্রজননের জন্য তিনি টুরল্যান্ডের কাছে কিছু সাপ রেখে এসেছিলেন। কিন্তু কয়েক মাস পর টুরল্যান্ড লাপাত্তা হয়ে যান। সাপগুলোরও হদিস মিলছিল না। ওই নারী আরও বলেন, শেষ পর্যন্ত গোল্ডেন ভ্যালির যে বাড়িতে টুরল্যান্ড ও তাঁর স্ত্রী থাকতেন, সে বাড়ির মালিকের দ্বারস্থ হয়েছিলেন তিনি। একদিন টুরল্যান্ড ও তাঁর স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার পর মালিক তাঁকে ফোন করেন। বাড়িটি পরিষ্কার করতে গিয়ে এর গ্যারেজে একটি ফ্রিজ পাওয়া যায়। এটি ছিল হিমায়িত প্রাণিতে ভরপুর। এর মধ্যে ওই নারীর হারিয়ে যাওয়া কিছু সাপও ছিল। মোহাভি কাউন্টি শেরিফের মুখপাত্র আনিটা মর্টেনসেন বলেন, ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া গেছে, তা পুরোপুরি জঘন্য ও হৃদয়বিদারক। বিবিসিকে তিনি বলেন, ‘প্রাণীপ্রেমী হিসেবে যখনই এগুলোর দিকে তাকাচ্ছি, তখনই কান্না পাচ্ছে।’
অন্য প্রাণীগুলোর মধ্যে আছে কুকুর, কচ্ছপ, টিকটিকি, ইঁদুর ও খরগোশ। ১০ দিন পর পুলিশ জানতে পারে টুরল্যান্ড বাড়িতে ফিরেছেন। এরপর তারা তাঁকে গ্রেপ্তার করে।পশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। টুরল্যান্ড স্বীকার করেছেন, কিছু প্রাণী জ্যান্ত অবস্থাতেই ফ্রিজে সংরক্ষণ করেছিলেন। তবে প্রাণীগুলোকে ফ্রিজে হিমায়িত করে রাখার উদ্দেশ্য কী ছিল, তা জানা যায়নি।এখন টুরল্যান্ডের স্ত্রী ব্রুকলিন বেককে খুঁজছে পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রিজে রাখতেন কুকুর-বিড়াল-সাপসহ ১৮৩টি প্রাণী

আপডেট সময় : ১২:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে একটি বাড়ির ফ্রিজ থেকে কুকুর, বিড়াল, পাখিসহ ১৮৩টি মৃত প্রাণী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাইকেল প্যাট্রিক টুরল্যান্ড নামের ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।
পুলিশের কাছে অভিযোগ করেন এক নারী, প্রজননের জন্য তিনি টুরল্যান্ডের কাছে কিছু সাপ রেখে এসেছিলেন। কিন্তু কয়েক মাস পর টুরল্যান্ড লাপাত্তা হয়ে যান। সাপগুলোরও হদিস মিলছিল না। ওই নারী আরও বলেন, শেষ পর্যন্ত গোল্ডেন ভ্যালির যে বাড়িতে টুরল্যান্ড ও তাঁর স্ত্রী থাকতেন, সে বাড়ির মালিকের দ্বারস্থ হয়েছিলেন তিনি। একদিন টুরল্যান্ড ও তাঁর স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার পর মালিক তাঁকে ফোন করেন। বাড়িটি পরিষ্কার করতে গিয়ে এর গ্যারেজে একটি ফ্রিজ পাওয়া যায়। এটি ছিল হিমায়িত প্রাণিতে ভরপুর। এর মধ্যে ওই নারীর হারিয়ে যাওয়া কিছু সাপও ছিল। মোহাভি কাউন্টি শেরিফের মুখপাত্র আনিটা মর্টেনসেন বলেন, ঘটনাস্থল থেকে যে ছবি পাওয়া গেছে, তা পুরোপুরি জঘন্য ও হৃদয়বিদারক। বিবিসিকে তিনি বলেন, ‘প্রাণীপ্রেমী হিসেবে যখনই এগুলোর দিকে তাকাচ্ছি, তখনই কান্না পাচ্ছে।’
অন্য প্রাণীগুলোর মধ্যে আছে কুকুর, কচ্ছপ, টিকটিকি, ইঁদুর ও খরগোশ। ১০ দিন পর পুলিশ জানতে পারে টুরল্যান্ড বাড়িতে ফিরেছেন। এরপর তারা তাঁকে গ্রেপ্তার করে।পশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। টুরল্যান্ড স্বীকার করেছেন, কিছু প্রাণী জ্যান্ত অবস্থাতেই ফ্রিজে সংরক্ষণ করেছিলেন। তবে প্রাণীগুলোকে ফ্রিজে হিমায়িত করে রাখার উদ্দেশ্য কী ছিল, তা জানা যায়নি।এখন টুরল্যান্ডের স্ত্রী ব্রুকলিন বেককে খুঁজছে পুলিশ।