ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

সালাউদ্দিনের ৫ উইকেটে বিধ্বস্ত পারটেক্স

  • আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : দারুণ বোলিংয়ে সালাউদ্দিন সাকিল পেলেন অনির্বচনীয় স্বাদ। পাঁচ উইকেট নিয়ে পারটেক্সকে গুঁড়িয়ে দিলেন বাঁহাতি এই পেসার। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে জিতল শেখ জামাল। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে নুরুল হাসান সোহানের দল। বিকেএসপির চার নম্বর মাঠে ১০৪ রানে গুটিয়ে যায় পারটেক্স। ছোট লক্ষ্য ছুঁতে শেখ জামালের খেলতে হয়েছে ১৭ ওভার ২ বল। ৩১ বছর বয়সী সালাউদ্দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটেই এই প্রথম পেলেন ৫ উইকেটের স্বাদ। ১৬ রানে ৫ উইকেট নিয়ে পারটেক্সের মূল ক্ষতিটা করেন তিনিই। আঁটসাট বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর মিডল অর্ডারে কার্যকর এক ইনিংস খেলেন ইলিয়াস সানি।
টস হেরে ব্যাট করতে নেমে সায়েম আলমকে হারায় পারটেক্স। অধিনায়ক তাসামুল হককে কট বিহাইন্ড করার পর আব্বাস মুসা আলভিকে ফিরিয়ে দেন সালাউদ্দিন। এরপরও ইসহারুল ইসলাম ও ধীমান ঘোষের ব্যাটে ৩ উইকেটে ৭০ রানের ভালো ভিতের উপর দাঁড়ায় পারটেক্স। সেখান থেকে মাত্র ৩৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। এক ছক্কায় ১৯ রান করা কিপার-ব্যাটসম্যান ধীমানকে ফিরিয়ে দেন সালাউদ্দিন। শেষ ওভারে পরপর দুই বলে জুবায়ের হোসেন ও শাহাদাত হোসেনকে ফিরিয়ে পান ৫ উইকেটের স্বাদ। একশ পেরিয়েই থমকে যায় পারটেক্স। এই রান নিয়েও অবশ্য বেশ লড়াই করে দলটি। দুই অঙ্ক ছুঁতে পারেননি সৈকত আলি। থিতু হয়েও মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন ও নুরুল হাসান সোহান শেষ করে আসতে পারেননি কাজ। তিন জনেরই স্ট্রাইক রেট ছিল একশর নিচে। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সানি। ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৬ ম্যাচে এটি শেখ জামালের তৃতীয় জয়। পারটেক্সের টানা ষষ্ঠ হার।
সংক্ষিপ্ত স্কোর :
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ১৯.৩ ওভারে ১০৪ (আলভি ২০, সায়েম ৬, তাসামুল ৬, জহুরুল ১৯, ধীমান ১৯, নিহাদ ১, রাজিবুল ৬, মেহরাব ১২, জয়নুল ৯, জুবাইর ১, শাহাদাত ০; সোহরাওয়ার্দী ৩-০-১৭-০, নাসির ১-০-৫-১, সানি ৪-০-১৭-২, ইবাদত ৪-০-৩১-১, সালাউদ্দিন ৩.৩-০-১৬-৫, জিয়া ৪-০-১৮-১) শেখ জামাল ধানম-ি ক্লাব : ১৭.২ ওভারে ১০৫/৪ (সৈকত ৪, আশরাফুল ১৭, নাসির ২২, সোহান ৩০, সানি ২৭, তানবীর ১*; জয়নুল ৩.২-০-২৬-২, শাহাদাত ২-০-১৬-০, রাজিবুল ৩-১-৭-১, মেহরাব ২-০-৬-১, নিহাদ ৩-০-২০-০, জুবায়ের ১-০-১২-০, তাসামুল ৩-০-১৭-০)
ফল : শেখ জামাল ধানম-ি ক্লাব ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ : সালাউদ্দিন সাকিল

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সালাউদ্দিনের ৫ উইকেটে বিধ্বস্ত পারটেক্স

আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১

ক্রীড়া প্রতিবেদক : দারুণ বোলিংয়ে সালাউদ্দিন সাকিল পেলেন অনির্বচনীয় স্বাদ। পাঁচ উইকেট নিয়ে পারটেক্সকে গুঁড়িয়ে দিলেন বাঁহাতি এই পেসার। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে জিতল শেখ জামাল। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে নুরুল হাসান সোহানের দল। বিকেএসপির চার নম্বর মাঠে ১০৪ রানে গুটিয়ে যায় পারটেক্স। ছোট লক্ষ্য ছুঁতে শেখ জামালের খেলতে হয়েছে ১৭ ওভার ২ বল। ৩১ বছর বয়সী সালাউদ্দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটেই এই প্রথম পেলেন ৫ উইকেটের স্বাদ। ১৬ রানে ৫ উইকেট নিয়ে পারটেক্সের মূল ক্ষতিটা করেন তিনিই। আঁটসাট বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর মিডল অর্ডারে কার্যকর এক ইনিংস খেলেন ইলিয়াস সানি।
টস হেরে ব্যাট করতে নেমে সায়েম আলমকে হারায় পারটেক্স। অধিনায়ক তাসামুল হককে কট বিহাইন্ড করার পর আব্বাস মুসা আলভিকে ফিরিয়ে দেন সালাউদ্দিন। এরপরও ইসহারুল ইসলাম ও ধীমান ঘোষের ব্যাটে ৩ উইকেটে ৭০ রানের ভালো ভিতের উপর দাঁড়ায় পারটেক্স। সেখান থেকে মাত্র ৩৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। এক ছক্কায় ১৯ রান করা কিপার-ব্যাটসম্যান ধীমানকে ফিরিয়ে দেন সালাউদ্দিন। শেষ ওভারে পরপর দুই বলে জুবায়ের হোসেন ও শাহাদাত হোসেনকে ফিরিয়ে পান ৫ উইকেটের স্বাদ। একশ পেরিয়েই থমকে যায় পারটেক্স। এই রান নিয়েও অবশ্য বেশ লড়াই করে দলটি। দুই অঙ্ক ছুঁতে পারেননি সৈকত আলি। থিতু হয়েও মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন ও নুরুল হাসান সোহান শেষ করে আসতে পারেননি কাজ। তিন জনেরই স্ট্রাইক রেট ছিল একশর নিচে। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সানি। ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৬ ম্যাচে এটি শেখ জামালের তৃতীয় জয়। পারটেক্সের টানা ষষ্ঠ হার।
সংক্ষিপ্ত স্কোর :
পারটেক্স স্পোর্টিং ক্লাব : ১৯.৩ ওভারে ১০৪ (আলভি ২০, সায়েম ৬, তাসামুল ৬, জহুরুল ১৯, ধীমান ১৯, নিহাদ ১, রাজিবুল ৬, মেহরাব ১২, জয়নুল ৯, জুবাইর ১, শাহাদাত ০; সোহরাওয়ার্দী ৩-০-১৭-০, নাসির ১-০-৫-১, সানি ৪-০-১৭-২, ইবাদত ৪-০-৩১-১, সালাউদ্দিন ৩.৩-০-১৬-৫, জিয়া ৪-০-১৮-১) শেখ জামাল ধানম-ি ক্লাব : ১৭.২ ওভারে ১০৫/৪ (সৈকত ৪, আশরাফুল ১৭, নাসির ২২, সোহান ৩০, সানি ২৭, তানবীর ১*; জয়নুল ৩.২-০-২৬-২, শাহাদাত ২-০-১৬-০, রাজিবুল ৩-১-৭-১, মেহরাব ২-০-৬-১, নিহাদ ৩-০-২০-০, জুবায়ের ১-০-১২-০, তাসামুল ৩-০-১৭-০)
ফল : শেখ জামাল ধানম-ি ক্লাব ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ : সালাউদ্দিন সাকিল