ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

ঈদের নাটকে তারিক আনাম ও মৌসুমী, সঙ্গে তৌসিফ

  • আপডেট সময় : ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘সন্ধ্যে নামার আগে’। বাবা, মেয়ে ও ছেলের গল্প নিয়ে মূলত এই নাটকটি তৈরি হয়েছে। নাটকটিতে বাবা মতিউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা-অভিনেতা তারিক আনাম খান।
তার মেয়ে সামিয়া চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী মৌসুমী ও ছেলে সাম্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
সালাউদ্দিন বিজয়ের মূল গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলম আনোয়ার। বলা যায় নাটক নির্মাণে তিনি একেবারেই নবীন। প্রিয়দর্শিনী মৌসুমী আমেরিকা যাবার আগেই এ নাটকের কাজ শেষ করে গেছেন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘আমার সঙ্গে মৌসুমী, তৌসিফ এর আগেও অভিনয় করেছে। তবে আমরা তিনজন এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছি। খুব জমিয়ে কাজটা করার চেষ্টা করেছি আমরা। মৌসুমী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, তৌসিফও এই প্রজন্মের ভালো অভিনেতা। পরিচালক নবীন, তার জায়গা থেকে যতোটা ভালো করা যায় পুরো টিম সেই চেষ্টাটাই করেছে। আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকের।’
প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘আমার কাছে গল্পটা ভালো লেগেছে। যে কারণে কাজটি আগ্রহ নিয়ে করেছি। তারিক আনাম ভাই এদেশের একজন গুণী শিল্পী। তার অভিনয় নিয়ে আসলে আমার বলার কিছু নেই। তার সঙ্গে অভিনয় করলে নিজেকে আরো সমৃদ্ধ করার সুযোগ আসে। আর তৌসিফ লক্ষী একটা ছেলে। ভালো অভিনয় করে, আরো মনোযোগ দিয়ে অভিনয় করলে আরো ভালো করবে। ঈদে দর্শকের কাছে এই নাটকটি আশা করছি ভালোলাগবে।’
তৌসিফ মাহবুব বলেন, ‘তারিক আনাম খান স্যার এদেশের অভিনয়ে পথিকৃৎ। তিনি আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গনের অহংকার, গর্ব। তার সঙ্গে অভিনয় করতে পারাটাই আমার কাছে মনে হয় অনেক বড় সৌভাগ্যের। সেইসাথে আমার ভীষণ প্রিয় নায়িকা মৌসুমী আপুর সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম, তাও আবার ছোট ভাইয়ের চরিত্রে। তিনি যেন আমাকে ছোট ভাইয়ের মতো করেই স্নেহ করলেন।’
তারিক আনাম খান জানান, এরইমধ্যে তিনি বেশ কয়েকটি ওয়েব কন্টেন্ট-এ অভিনয় করেছেন। আবার এল আর সোহেলের পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছেন। ঈদ উপলক্ষ্যে বেশ ব্যস্ত সময় যাবে তার। মৌসুমী এ মাসের শেষে দেশে ফিরে ‘ভাঙ্গন’ সিনেমার ডাবিং শেষ করবেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঈদের নাটকে তারিক আনাম ও মৌসুমী, সঙ্গে তৌসিফ

আপডেট সময় : ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২

বিনোদন প্রতিবেদক : আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘সন্ধ্যে নামার আগে’। বাবা, মেয়ে ও ছেলের গল্প নিয়ে মূলত এই নাটকটি তৈরি হয়েছে। নাটকটিতে বাবা মতিউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা-অভিনেতা তারিক আনাম খান।
তার মেয়ে সামিয়া চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী মৌসুমী ও ছেলে সাম্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
সালাউদ্দিন বিজয়ের মূল গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলম আনোয়ার। বলা যায় নাটক নির্মাণে তিনি একেবারেই নবীন। প্রিয়দর্শিনী মৌসুমী আমেরিকা যাবার আগেই এ নাটকের কাজ শেষ করে গেছেন।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘আমার সঙ্গে মৌসুমী, তৌসিফ এর আগেও অভিনয় করেছে। তবে আমরা তিনজন এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছি। খুব জমিয়ে কাজটা করার চেষ্টা করেছি আমরা। মৌসুমী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, তৌসিফও এই প্রজন্মের ভালো অভিনেতা। পরিচালক নবীন, তার জায়গা থেকে যতোটা ভালো করা যায় পুরো টিম সেই চেষ্টাটাই করেছে। আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকের।’
প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘আমার কাছে গল্পটা ভালো লেগেছে। যে কারণে কাজটি আগ্রহ নিয়ে করেছি। তারিক আনাম ভাই এদেশের একজন গুণী শিল্পী। তার অভিনয় নিয়ে আসলে আমার বলার কিছু নেই। তার সঙ্গে অভিনয় করলে নিজেকে আরো সমৃদ্ধ করার সুযোগ আসে। আর তৌসিফ লক্ষী একটা ছেলে। ভালো অভিনয় করে, আরো মনোযোগ দিয়ে অভিনয় করলে আরো ভালো করবে। ঈদে দর্শকের কাছে এই নাটকটি আশা করছি ভালোলাগবে।’
তৌসিফ মাহবুব বলেন, ‘তারিক আনাম খান স্যার এদেশের অভিনয়ে পথিকৃৎ। তিনি আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গনের অহংকার, গর্ব। তার সঙ্গে অভিনয় করতে পারাটাই আমার কাছে মনে হয় অনেক বড় সৌভাগ্যের। সেইসাথে আমার ভীষণ প্রিয় নায়িকা মৌসুমী আপুর সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম, তাও আবার ছোট ভাইয়ের চরিত্রে। তিনি যেন আমাকে ছোট ভাইয়ের মতো করেই স্নেহ করলেন।’
তারিক আনাম খান জানান, এরইমধ্যে তিনি বেশ কয়েকটি ওয়েব কন্টেন্ট-এ অভিনয় করেছেন। আবার এল আর সোহেলের পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছেন। ঈদ উপলক্ষ্যে বেশ ব্যস্ত সময় যাবে তার। মৌসুমী এ মাসের শেষে দেশে ফিরে ‘ভাঙ্গন’ সিনেমার ডাবিং শেষ করবেন।