ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ইউক্রেইনের ৪০ লাখেরও বেশি শিশু ঘরছাড়া: জাতিসংঘ

  • আপডেট সময় : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ১১৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার হামলা শুরুর ছয় সপ্তাহের মধ্যে ইউক্রেইনের মোট শিশুর প্রায় দুই তৃতীয়াংশকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার এ কথা বলেছে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনের যুদ্ধে এখন পর্যন্ত ১৪২ শিশুর প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ; প্রকৃত সংখ্যা যে এর চেয়ে অনেক বেশি, তা ‘অনেকটাই নিশ্চিত’ জানিয়ে উদ্বেগও প্রকাশ করেছে তারা। কয়েকদিন আগেই ইউক্রেইন যাওয়া ইউনিসেফের জরুরি কর্মসূচির পরিচালক ম্যানুয়েল ফনটেইন বলেন, এত অল্প সময়ে ইউক্রেইনের ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখের ঘরছাড়া হওয়ার ঘটনা তিনি তার ৩১ বছরের কাজের অভিজ্ঞতায় আগে কখনোই দেখেননি।
“যে ৩২ লাখের মতো শিশু এখনও তাদের ঘরে আছে বলে অনুমান করা হচ্ছে, তাদের প্রায় অর্ধেকই পর্যাপ্ত খাবার না থাকার ঝুঁকিতে থাকতে পারে,” নিরাপত্তা পরিষদকে বলেছেন ফনটেইন। মারিউপোল ও খারসনের মতো যেসব শহরে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ বিঘিœত হচ্ছে, সেসব শহরের পরিস্থিতি সম্ভবত সবচেয়ে খারাপ বলেও সতর্ক করেছেন তিনি। জাতিসংঘে নিযুক্ত ইউক্রেইনের রাষ্ট্রদূত দাবি করেছেন, রাশিয়া ইউক্রেইন থেকে ১ লাখ ২১ হাজারের বেশি শিশু নিয়ে গেছে এবং দত্তক নেওয়ার প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করতে একটি বিলের খসড়া তৈরি করেছে বলে তারা খবর পেয়েছেন। এই ধরনের দাবির সপক্ষে এখন পর্যন্ত ‘কোনো প্রমাণ’ পাওয়া না গেলেও ইউনিসেফ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ফনটেইন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইউক্রেইনের ৪০ লাখেরও বেশি শিশু ঘরছাড়া: জাতিসংঘ

আপডেট সময় : ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : রাশিয়ার হামলা শুরুর ছয় সপ্তাহের মধ্যে ইউক্রেইনের মোট শিশুর প্রায় দুই তৃতীয়াংশকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সোমবার এ কথা বলেছে বলে জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনের যুদ্ধে এখন পর্যন্ত ১৪২ শিশুর প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়ার কথাও জানিয়েছে জাতিসংঘ; প্রকৃত সংখ্যা যে এর চেয়ে অনেক বেশি, তা ‘অনেকটাই নিশ্চিত’ জানিয়ে উদ্বেগও প্রকাশ করেছে তারা। কয়েকদিন আগেই ইউক্রেইন যাওয়া ইউনিসেফের জরুরি কর্মসূচির পরিচালক ম্যানুয়েল ফনটেইন বলেন, এত অল্প সময়ে ইউক্রেইনের ৭৫ লাখ শিশুর মধ্যে ৪৮ লাখের ঘরছাড়া হওয়ার ঘটনা তিনি তার ৩১ বছরের কাজের অভিজ্ঞতায় আগে কখনোই দেখেননি।
“যে ৩২ লাখের মতো শিশু এখনও তাদের ঘরে আছে বলে অনুমান করা হচ্ছে, তাদের প্রায় অর্ধেকই পর্যাপ্ত খাবার না থাকার ঝুঁকিতে থাকতে পারে,” নিরাপত্তা পরিষদকে বলেছেন ফনটেইন। মারিউপোল ও খারসনের মতো যেসব শহরে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য ও ওষুধ সরবরাহ বিঘিœত হচ্ছে, সেসব শহরের পরিস্থিতি সম্ভবত সবচেয়ে খারাপ বলেও সতর্ক করেছেন তিনি। জাতিসংঘে নিযুক্ত ইউক্রেইনের রাষ্ট্রদূত দাবি করেছেন, রাশিয়া ইউক্রেইন থেকে ১ লাখ ২১ হাজারের বেশি শিশু নিয়ে গেছে এবং দত্তক নেওয়ার প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করতে একটি বিলের খসড়া তৈরি করেছে বলে তারা খবর পেয়েছেন। এই ধরনের দাবির সপক্ষে এখন পর্যন্ত ‘কোনো প্রমাণ’ পাওয়া না গেলেও ইউনিসেফ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ফনটেইন।