ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

‘বইওয়ালা’ ইলিয়াস কাঞ্চন

  • আপডেট সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : ‘বইওয়ালা’ শিরোনামে একটি টিভি নাটকে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল; শনিবার রাত ৯টায় নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইলিয়াস কাঞ্চনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের উপযোগী গল্প খুব একটা পাওয়া যায় না। ‘বইওয়ালা’ গল্পটি পাওয়ার পর মনে হয়েছিল, চরিত্রটি অসাধারণ। এ ধরনের চরিত্রের প্রতি এখনো আমার অনেক লোভ আছে। কাজটি করতে গিয়েও বেশ ভালো লেগেছে।”
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন; পড়াশোনা করতে না পারলেও বইয়ের প্রতি আগ্রহ রয়েছে তার। বই দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাবে তাকে। রাইসুল তমাল বলেন, “সমাজে একধরনের অস্থিরতা চলছে। সেই অস্থিরতা কাটানোর উপায় হলো তরুণদের বই পড়ায় উৎসাহিত করা। সৃজনশীল কাজ কীভাবে একজনকে সহনশীল করে তোলে, সেটা দেখানোর জন্যই নাটকটি নির্মাণ করা।” ইলিয়াস কাঞ্চন ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, সুজন হাবিব, দাউদ নূর। ‘ফিরে দেখা’সহ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন ইলিয়াস কাঞ্চন; এর মাঝে ‘মরণোত্তম’, ‘দরবেশ’সহ বেশ কয়েকটি টিভি নাটকে দেখা গেছে তাকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘বইওয়ালা’ ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ১১:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

বিনোদন প্রতিবেদক : ‘বইওয়ালা’ শিরোনামে একটি টিভি নাটকে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল; শনিবার রাত ৯টায় নাটকটি এনটিভিতে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইলিয়াস কাঞ্চনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের উপযোগী গল্প খুব একটা পাওয়া যায় না। ‘বইওয়ালা’ গল্পটি পাওয়ার পর মনে হয়েছিল, চরিত্রটি অসাধারণ। এ ধরনের চরিত্রের প্রতি এখনো আমার অনেক লোভ আছে। কাজটি করতে গিয়েও বেশ ভালো লেগেছে।”
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন; পড়াশোনা করতে না পারলেও বইয়ের প্রতি আগ্রহ রয়েছে তার। বই দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাবে তাকে। রাইসুল তমাল বলেন, “সমাজে একধরনের অস্থিরতা চলছে। সেই অস্থিরতা কাটানোর উপায় হলো তরুণদের বই পড়ায় উৎসাহিত করা। সৃজনশীল কাজ কীভাবে একজনকে সহনশীল করে তোলে, সেটা দেখানোর জন্যই নাটকটি নির্মাণ করা।” ইলিয়াস কাঞ্চন ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, সুজন হাবিব, দাউদ নূর। ‘ফিরে দেখা’সহ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন ইলিয়াস কাঞ্চন; এর মাঝে ‘মরণোত্তম’, ‘দরবেশ’সহ বেশ কয়েকটি টিভি নাটকে দেখা গেছে তাকে।