আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিবাদে রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে জাপান। একই সঙ্গে আটজন রুশ কূটনীতিককেও বহিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল শুক্রবার জাপানের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ইউক্রেনে বেসামরিক লোকদেরকে হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে বারবার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি আরও বলেন,‘ইউক্রেনের জনগণের চাহিদা পূরণ করে রাশিয়ার বিরুদ্ধে এমন পদক্ষেপ এবং ইউক্রেনকে সমর্থনের মাধ্যমে আমরা স্পষ্ট করে দেব যে আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই রাশিয়ার আগ্রাসন মেনে নেবে না। জাপান ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে।’
এ ছাড়া, রাশিয়ার আটজন কূটনীতিকসহ বাণিজ্য প্রতিনিধিকে বহিষ্কারের কথাও জানায় দেশটি। গত শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দনেতস্কের ক্রামাতোরস্ক শহরের একটি রেল স্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, শতাধিক মানুষ আহত হয়েছে।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে দনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনহো জানান, দনবাস (দোনেতস্ক ও লুহানস্ক) এলাকায় রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাতের তীব্রতা বাড়তে থাকায় বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে কয়েকটি ট্রেন অপেক্ষা করছিল ক্রামাতোরস্ক স্টেশনে। ট্রেনগুলোতে ওঠার জন্য যাত্রীদের ব্যস্ততা শুরুর সময়ই আকস্মিকভাবে ২টি রুশ রকেট আঘাত হানে এবং হতাহতের ঘটনা ঘটে। এর আগে রাজধানী কিয়েভের নিকটবর্তী শহর বুচায় একটি গণকবর শনাক্ত হয়। ওই গণকবরে তিন শতাধিক বেসামরিক মানুষের লাশ পাওয়া যায়। ইউক্রেনের দাবি রুশ সেনারা গুলি ও বেয়নট চার্জে তাদেরকে হত্যা করেছে। যদিও ইউক্রেনের দাবি অস্বীকার করেছে রাশিয়া। রাশিয়া অস্বীকার স্বত্ত্বেও বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনায় বিশ্বজুড়ে রাশিয়ার নিন্দায় সরব হয় শান্তিপ্রিয় মানুষ। ইতোমধ্যে, বুচায় গণহত্যার অভিযোগে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ বাতিলের সমর্থনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে।রাশিয়ার সদস্যপদ বাতিলের পক্ষে ভোট পড়ে ৯৩টি, বিপক্ষে ২৪টি আর ৫৮টি দেশ ভোটদানে বিরত ছিল।
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে রাশিয়ার কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জাপানের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

















