ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

মানিকগঞ্জ ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

  • আপডেট সময় : ০২:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : গতকাল বুধবার মানিকগঞ্জ ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন করে মোট ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার পোনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ আরেক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো ১৫ জন।
সিলেটে বাস-টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ : সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস, টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের একজন মোটরসাইকেল আরোহী, অপর দু’জন টমটমের যাত্রী ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৪টার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি হরিপুর বাজারের অদূরে পৌঁছালে হঠাৎ করে একটি টমটমের পেছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে বাসের সামনে এসে পড়ে। মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আরোহী নিহত হন। এ সময় বাসের সঙ্গে টমটমটিরও সংঘর্ষ হলে এক শিশুসহ দু’জন মারা যান। তারা টমটমের যাত্রী ছিলেন। সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এতথ্য নিশ্চিত করে বলেন, বাস-টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মানিকগঞ্জ ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আপডেট সময় : ০২:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

প্রত্যাশা ডেস্ক : গতকাল বুধবার মানিকগঞ্জ ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন করে মোট ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার পোনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) ও তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। একই দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুপুরে ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ আরেক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরো ১৫ জন।
সিলেটে বাস-টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ : সিলেট-তামাবিল সড়কে যাত্রীবাহী বাস, টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের একজন মোটরসাইকেল আরোহী, অপর দু’জন টমটমের যাত্রী ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৪টার জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি হরিপুর বাজারের অদূরে পৌঁছালে হঠাৎ করে একটি টমটমের পেছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে বাসের সামনে এসে পড়ে। মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আরোহী নিহত হন। এ সময় বাসের সঙ্গে টমটমটিরও সংঘর্ষ হলে এক শিশুসহ দু’জন মারা যান। তারা টমটমের যাত্রী ছিলেন। সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এতথ্য নিশ্চিত করে বলেন, বাস-টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।