ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

জন্মদিনে সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে কেক কাটলেন ডিপজল

  • আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ১২৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : জন্মদিনে সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে কেক কাটলেন ডিপজলছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে ডিপজল
জীবনের আরেকটি বসন্ত পার করলেন ঢাকাই সিনেমার ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (০৬ এপ্রিল) ৬০ বছরে পদার্পণ করলেন তিনি।
বিশেষ এই দিনটিতে ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন এই অভিনেতা।
সামাজিকমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের সময়ের ছবি ও ভিডিও শেয়ার করছেন ডিপজল।
এর ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘আমি অভিভূত আমার সন্তানদের কাছ থেকে জন্মদিনের সারপ্রাইজ পেয়ে। তোমরা আমার পৃথিবী। একজন বাবা হিসেবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। ’
১৯৬২ সালের আজকের এই দিনে রাজধানী ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন ডিপজল। ১৯৮৬ সালে নির্মাতা মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তার।
ক্যারিয়ারের শুরুটা হয় নায়ক হিসেবে। এরপর ১৯৯৯ সালে ‘ভয়ংকর বিষু’ ও ‘আম্মাজান’ চলচ্চিত্র দিয়ে খলনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হয় এই অভিনেতার। এরপর একের পর এক সিনেমায় খল চরিত্রে অভিনয় করে গেছেন তিনি।
এক সময়ের দাপুটে খল অভিনেতা ডিপজল নায়ক চরিত্রে অভিনয় করেও সফলতা পেয়েছেন। বর্তমানে নায়ক ও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জন্মদিনে সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে কেক কাটলেন ডিপজল

আপডেট সময় : ০৯:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : জন্মদিনে সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে কেক কাটলেন ডিপজলছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে ডিপজল
জীবনের আরেকটি বসন্ত পার করলেন ঢাকাই সিনেমার ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বুধবার (০৬ এপ্রিল) ৬০ বছরে পদার্পণ করলেন তিনি।
বিশেষ এই দিনটিতে ছেলে-মেয়ে ও নাতি-নাতনিদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন এই অভিনেতা।
সামাজিকমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের সময়ের ছবি ও ভিডিও শেয়ার করছেন ডিপজল।
এর ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘আমি অভিভূত আমার সন্তানদের কাছ থেকে জন্মদিনের সারপ্রাইজ পেয়ে। তোমরা আমার পৃথিবী। একজন বাবা হিসেবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। ’
১৯৬২ সালের আজকের এই দিনে রাজধানী ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন ডিপজল। ১৯৮৬ সালে নির্মাতা মনতাজুর রহমান আকবরের ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তার।
ক্যারিয়ারের শুরুটা হয় নায়ক হিসেবে। এরপর ১৯৯৯ সালে ‘ভয়ংকর বিষু’ ও ‘আম্মাজান’ চলচ্চিত্র দিয়ে খলনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হয় এই অভিনেতার। এরপর একের পর এক সিনেমায় খল চরিত্রে অভিনয় করে গেছেন তিনি।
এক সময়ের দাপুটে খল অভিনেতা ডিপজল নায়ক চরিত্রে অভিনয় করেও সফলতা পেয়েছেন। বর্তমানে নায়ক ও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।