প্রত্যাশা ডেস্ক : বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষ অত্যন্ত দূষিত বায়ুতে শ্বাস নেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)।
গত সোমবার জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থা এক প্রতিবেদন প্রকাশ করে।সংস্থাটির পক্ষ থেকে বিশ্বের ১১৭টি দেশের প্রায় ছয় হাজারের বেশি শহরের বায়ুর গুণমান পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, নগরীতে দূষণের সমস্যাটা প্রকট। তবে গ্রামীণ এলাকার পরিস্থিতিও ধারণার চেয়ে খারাপ। সংস্থাটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক পরিচালক মারিয়া নেইরা সাংবাদিকদের বলেছেন, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০০ ভাগই এখন এমন বায়ুতে শ্বাস নিচ্ছেন; যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত বায়ুমানের চেয়েও খারাপ। তার মতে,‘এটি একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা।করোনা মহামারী থেকে বাঁচার পরও বায়ু দূষণের কারণে বছরে এখনও ৭০ লাখ প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটছে।’
তিনি আরও বলেন, উন্নত দেশের তুলনায় দরিদ্র দেশের বায়ু বেশি নোংরা। তবে বিশেষ করে বিশ্বের সব দেশে ও সমাজের সব অংশে জনসংখ্যার প্রভাব রয়েছে। ডব্লিউএইচও বলেছে,‘বায়ু দূষণের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রমাণের ভিত্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক বায়ু দূষণকারী এমনকি নি¤œ স্তরের দূষণের কারণেও উল্লেখযোগ্য ক্ষতিসাধন করছে।’ সংস্থাটির মতে, বায়ু দূষণ প্রতিরোধে শিগগরই পদক্ষেপ নিতে হবে।
৯৯ শতাংশ মানুষ দূষিত বায়ুতে শ্বাস নেয়: ডব্লিউএইচও
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ