লাইফস্টাইল ডেস্ক : রোদ-ধুলাবালি, যতেœর অভাব, স্ট্রেসসহ নানা কারণে ত্বক তার স্বাভাবিক জৌলুস হারিয়ে ফেলতে পারে। ডিপ ক্লিন মাস্কের সাহায্যে ঘরোয়া উপায়েই প্রাণ ফেরাতে পারেন ত্বকে।
যেভাবে বানাবেন প্যাক : ১/৪ কাপ টমেটো পিউরির সঙ্গে ১ টেবিল চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগান পুরু করে। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কেন ব্যবহার করবেন টমেটোর ফেস প্যাক? টমেটোর অ্যাসিডিক উপাদান ত্বকের রোদে পোড়া দাগ ও বিবর্ণ ভাব দূর করে। মধু প্রাকৃতিক উপায়ে ত্বক ব্লক করতে সক্ষম। ফলে এই প্যাক ব্যবহারে ত্বক হয় উজ্জ্বল। ত্বকের ভেতর থেকে ময়লা দূর করে। লেবু ত্বকের কালচে দাগ দূর করে। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক নরম রাখে মধু।
বিবর্ণ ত্বকে প্রাণ ফিরবে যে প্যাকে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ