ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

দেশের প্রথম সিনেমা হিসেবে বিদেশের শতাধিক হলে ‘পাপ পুণ্য’

  • আপডেট সময় : ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : দেশের গ-ি পেরিয়ে ইদানীং বাংলা সিনেমা বিদেশেও মুক্তি পাচ্ছে। তবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পুণ্য’ দুর্দান্ত এক চমক জাগিয়ে বিদেশে মুক্তি পেতে যাচ্ছে। দেশের প্রথম সিনেমা হিসেবে বিদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডা-ভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক। তিনি গতকাল রোববার ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের চমক হিসেবে এই খবর দেন। সজীব বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের ‘পাপ-পুণ্য’ই হতে যাচ্ছে সেই সিনেমা যা প্রথমবারের মত বাংলাদেশের বাইরে ১০০-এর বেশি থিয়েটারে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের সিনেমা এ ছবির মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশনায় সবালকত্বে পৌঁছালো। যা কিছুদিন আগে ভাবাও অবিশ্বাস্য ছিল।
এর মাধ্যমে আমরা বিশ্বের ২য় বৃহত্তম সিনেমা ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ভারতীয় সিনেমার উত্তর আমেরিকার গড় হল সংখ্যার কাতারে প্রবেশ করে ফেললাম। কিছু ব্যতিক্রম যেমন আরআরআর, কেজিএফ ২ টাইপ সিনেমা বাদ দিলে ভারতের বেশিরভাগ সিনেমা উত্তর আমেরিকাতে ১০০ থেকে ২০০ হলে রিলিজ হয়। আমাদের ‘পাপ পুণ্য’ও সব কিছু ঠিক থাকলে আগামী ২০ মে ২০২২ (সম্ভাব্য) আমেরিকা ও কানাডার প্রায় ১০৫টির মত মাল্টিপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে।’ ‘এখন থেকে উত্তর আমেরিকায় বসবাস করা মোটামুটি প্রায় সব বাংলাদেশি সিনেমার দর্শক তাদের পাশের কোন একটি অগঈ, জঊএঅখ, ঈওঘঊগঅজক বা ঈওঘঊচখঊঢ থিয়েটারে গিয়ে বাংলাদেশের সিনেমা উপভোগ করতে পারবেন। এটা শুধু আমাদের জন্য নয় উত্তর আমেরিকার বাংলাদেশি তথা সকল বাংলাদেশিদের জন্য দারুণ গৌরবের বিষয়’- যোগ করেন তিনি।
সম্প্রতি ‘পাপ পুণ্য’ এর উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক ইবনে হাসান খান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। এ বিষয়ে জানতে চাইলে ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমি কিছুই জানিনা। সিনেমা মুক্তির দায়িত্ব প্রযোজকের। এটি চ্যানেল আইয়ের সিনেমা, তারা ভালো বলতে পারবে। আমি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। যা বলছেন যদি এমনটা হয় তাহলে অবশ্যই তা খুশির ব্যাপার।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় চঞ্চল-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ একঝাঁক তারকা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নারীরা কেন মুখ লুকিয়ে ফেললেন, তা বোঝার দরকার আছে

দেশের প্রথম সিনেমা হিসেবে বিদেশের শতাধিক হলে ‘পাপ পুণ্য’

আপডেট সময় : ০৯:৫৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

বিনোদন প্রতিবেদক : দেশের গ-ি পেরিয়ে ইদানীং বাংলা সিনেমা বিদেশেও মুক্তি পাচ্ছে। তবে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ-পুণ্য’ দুর্দান্ত এক চমক জাগিয়ে বিদেশে মুক্তি পেতে যাচ্ছে। দেশের প্রথম সিনেমা হিসেবে বিদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডা-ভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক। তিনি গতকাল রোববার ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসের চমক হিসেবে এই খবর দেন। সজীব বলেন, ‘ইমপ্রেস টেলিফিল্মের ‘পাপ-পুণ্য’ই হতে যাচ্ছে সেই সিনেমা যা প্রথমবারের মত বাংলাদেশের বাইরে ১০০-এর বেশি থিয়েটারে একযোগে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের সিনেমা এ ছবির মাধ্যমে আন্তর্জাতিক পরিবেশনায় সবালকত্বে পৌঁছালো। যা কিছুদিন আগে ভাবাও অবিশ্বাস্য ছিল।
এর মাধ্যমে আমরা বিশ্বের ২য় বৃহত্তম সিনেমা ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত ভারতীয় সিনেমার উত্তর আমেরিকার গড় হল সংখ্যার কাতারে প্রবেশ করে ফেললাম। কিছু ব্যতিক্রম যেমন আরআরআর, কেজিএফ ২ টাইপ সিনেমা বাদ দিলে ভারতের বেশিরভাগ সিনেমা উত্তর আমেরিকাতে ১০০ থেকে ২০০ হলে রিলিজ হয়। আমাদের ‘পাপ পুণ্য’ও সব কিছু ঠিক থাকলে আগামী ২০ মে ২০২২ (সম্ভাব্য) আমেরিকা ও কানাডার প্রায় ১০৫টির মত মাল্টিপ্লেক্সে একযোগে মুক্তি পাচ্ছে।’ ‘এখন থেকে উত্তর আমেরিকায় বসবাস করা মোটামুটি প্রায় সব বাংলাদেশি সিনেমার দর্শক তাদের পাশের কোন একটি অগঈ, জঊএঅখ, ঈওঘঊগঅজক বা ঈওঘঊচখঊঢ থিয়েটারে গিয়ে বাংলাদেশের সিনেমা উপভোগ করতে পারবেন। এটা শুধু আমাদের জন্য নয় উত্তর আমেরিকার বাংলাদেশি তথা সকল বাংলাদেশিদের জন্য দারুণ গৌরবের বিষয়’- যোগ করেন তিনি।
সম্প্রতি ‘পাপ পুণ্য’ এর উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ইমপ্রেস টেলিফিল্ম এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিক্রয় ও বিপনন বিভাগের পরিচালক ইবনে হাসান খান এবং ‘স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। এ বিষয়ে জানতে চাইলে ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমি কিছুই জানিনা। সিনেমা মুক্তির দায়িত্ব প্রযোজকের। এটি চ্যানেল আইয়ের সিনেমা, তারা ভালো বলতে পারবে। আমি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। যা বলছেন যদি এমনটা হয় তাহলে অবশ্যই তা খুশির ব্যাপার।’ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় চঞ্চল-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুলসহ একঝাঁক তারকা।