বিনোদন ডেস্ক : বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আয়োজনে মঞ্চে গান গাইবে বিশ্বখ্যাত রক ব্যান্ড স্করপিয়ন্স। ৬ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ ব্যান্ডটি পারফর্ম করবে। খবরটি স্করপিয়ন্সের ফেসবুক পোস্টে জানানো হয়েছে। খবরটি নিশ্চিত করে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন চিরকুট-এর গিটারিস্ট ইমন চৌধুরীও। তিনি লিখেছেন, ‘অস্তিত্বে, আত্মবিশ্বাসে, এগিয়ে যাওয়ায় বাংলাদেশ ৫১ বছরের এক দীর্ঘ সংগ্রামের নাম। একইভাবে প্রচলিত প্রথা ভাঙার রুদ্ধশ্বাসে চিরকুট ২০ বছরের এক তীব্র লড়াইয়ের নাম। আর যারা সংগ্রাম কিংবা লড়াই করে বড় হয় তাঁরা নির্ভীক, দায়িত্ব এড়ায় না বরং যেকোন অবস্থায় দায়িত্ব কাঁধে তুলে নেয়। এ রকমই এক গুরু দায়িত্বের মুখোমুখি আরও একবার আমরা। তবে এই প্রথম কিছু লিখতে গিয়ে হাত কাঁপছে। পৃথিবীর অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়ন্স পৃথিবী এবং মানুষের সংকট এবং প্রয়োজনে গান গেয়ে সময়কে বদলে দিয়ে কালোত্তীর্ণ হয়েছে, হয়েছে কিংবদন্তী। তাদের পেইজে যখন শ্রদ্ধার সাথে চিরকুট; মানে নিজেদের ব্যান্ডের নাম দেখি মনে হয় খুব একটা ভুল পথে হাঁটিনি। এক জীবনে এগুলোকেই তো অর্জন বলে! বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উৎসবকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে আগামী ৬ মে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে-এ দ্য গ্রেটেস্ট স্করপিয়ন্স-এর সাথে স্টেজ শেয়ার করবে চিরকুট। আপনাদের সবার মতই আমরা গর্বিত, আনন্দিত! ১৯৭১ সালে জর্জ হ্যারিসন তাঁর বন্ধুদের এক করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পাশে দাঁড়াতে কনসার্ট করেছিলেন এই ঐতিহাসিক ভেন্যুতে। বিজয়ের ৫০ বছর পর সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে আগামী ৬ মে।
আন্তরিক কৃতজ্ঞতা আর অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ভাইকে চিরকুটকে এত বড় সম্মানের যোগ্য মনে করার জন্য। ধন্যবাদ আইসিটি ডিভিশন, বাংলাদেশ এবং এই মহায়োজনের সাথে থাকা সকলকে কথা দিচ্ছি, বিচ্ছুরণের আলোয় বাংলাদেশকে নিয়ে দ্বিগুণ হারে জ্বলবো ইনশাল্লাহ! ধন্যবাদ বাংলাদেশ, আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য।’ আগামী ৪ এপ্রিল থেকে টিকিট বিক্রির ওয়েব সাইট ‘টিকিটমাস্টার’-এ এ আয়োজনের টিকিট বিক্রি শুরু হবে।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর আয়োজনে মঞ্চ মাতাবে স্করপিয়ন্স
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ