নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক নারী, আহত হয়েছেন তার দুই শিশু সন্তান। পুলিশ জানিয়েছে, বড় মেয়েটিকে স্কুলে দিতে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় যাচ্ছিলেন ওই নারী। তখন একটি বাস ওই রিকশাটিকে ধাক্কা দেয়।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মিরপুর ১৪ নম্বরে নেভি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে।
নিহতের নাম সাবিনা ইয়াসমিন (৩১)। তার লাশ ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। তার দুই মেয়ে হুমায়রা ইয়াসমিন ওহি (৯) এবং রাফিয়া ইসলাম মিমকে (৬) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
দুর্ঘটনার পর তাদের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন সাবিনার দেবর জামিল হোসেন ও পথচারী লোকমান হোসেন।
লোকমান বলেন, মিরপুর ১৪ নম্বরে নেভি মার্কেটের সামনের রাস্তায় তাদের রিকশাটিকে ট্রাস্ট পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। তখন শিশু দুটি রাস্তার একপাশে এবং তাদের মা অন্যপাশে ছিটকে পড়ে। তিনজনকে প্রথমে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে দুপুর আড়াইটায় নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে ওহীর বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “ওহীর বিজ্ঞান পরীক্ষা ছিল। মা তাকে নিয়ে স্কুলে যাচ্ছিল।”
সাবিনার স্বামীর নাম রফিকুল ইসলাম। তাদের বাসা মিরপুর ১৪ নম্বর বিআরপি এলাকায়। সাবিনা বগুড়া জেলার ধুনট উপজেলার পশ্চিম ভরন শাহি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তার স্বামী রফিকুলের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুরে।
দুই সন্তানকে স্কুলে নেওয়ার পথে রিকশায় বাসের ধাক্কায় প্রাণ গেল মায়ের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ