ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

বাজারে ভূতের আছর দেখছেন ইনু

  • আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দ্রব্যমূল্যের ওঠানামা অনেকটা বাজারে ভূতের আছরের মতো। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার দ্রব্যমূল্যের কারসাজির ঘটনা মোকাবিলায় প্রশাসনিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, দেশের নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের কিছু সমস্যা ও ঘাটতি রয়েছে। এ কারণে ফাঁক-ফোকড় দিয়ে এক শ্রেণির অসাধু মজুতদার মুনাফাখোর সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক করেছে। এটা ব্যবসা না, এটা অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের লুট এবং দিনে-দুপুরে ডাকাতি। বাজারের অসৎ দুর্নীতিবাজ সিন্ডিকেট একদিকে শেখ হাসিনার সরকারের বদনাম করাচ্ছে, আরেকদিকে জনগণের পেটে লাথি মারছে।
তিনি আরও বলেন, সুশাসনের চাবুকে এই দুর্নীতির সিন্ডিকেটকে শায়েস্তা করা দরকার। জঙ্গী দমনে আমরা যেমন কোনও ছাড় দিইনি, ঠিক তেমনি সুশাসনের চাবুক হাতে দুর্নীতিবাজদের বাজার সিন্ডিকেটকে শায়েস্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনা সম্ভব। বিএনপি নেতাদের আন্দোলন প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, সরকারের সমালোচনা করা ভালো কথা কিন্তু একজন চিহ্নিত সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজকে মুক্ত করার আন্দোলনটা দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। যারা আইনের শাসনই বিশ্বাস করে না, তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। এ সময় মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

বাজারে ভূতের আছর দেখছেন ইনু

আপডেট সময় : ০১:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দ্রব্যমূল্যের ওঠানামা অনেকটা বাজারে ভূতের আছরের মতো। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার দ্রব্যমূল্যের কারসাজির ঘটনা মোকাবিলায় প্রশাসনিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, দেশের নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের কিছু সমস্যা ও ঘাটতি রয়েছে। এ কারণে ফাঁক-ফোকড় দিয়ে এক শ্রেণির অসাধু মজুতদার মুনাফাখোর সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক করেছে। এটা ব্যবসা না, এটা অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের লুট এবং দিনে-দুপুরে ডাকাতি। বাজারের অসৎ দুর্নীতিবাজ সিন্ডিকেট একদিকে শেখ হাসিনার সরকারের বদনাম করাচ্ছে, আরেকদিকে জনগণের পেটে লাথি মারছে।
তিনি আরও বলেন, সুশাসনের চাবুকে এই দুর্নীতির সিন্ডিকেটকে শায়েস্তা করা দরকার। জঙ্গী দমনে আমরা যেমন কোনও ছাড় দিইনি, ঠিক তেমনি সুশাসনের চাবুক হাতে দুর্নীতিবাজদের বাজার সিন্ডিকেটকে শায়েস্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আনা সম্ভব। বিএনপি নেতাদের আন্দোলন প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, সরকারের সমালোচনা করা ভালো কথা কিন্তু একজন চিহ্নিত সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজকে মুক্ত করার আন্দোলনটা দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। যারা আইনের শাসনই বিশ্বাস করে না, তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না। এ সময় মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।