নিজস্ব প্রতিবেদক : শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুজিববর্ষের বিশেষ অনুষ্ঠানে আজ মঙ্গলবার যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠান চলাকালে স্টেডিয়াম সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।
মিরপুর স্টেডিয়ামে মঙ্গলবার বিকালে শুরু হবে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। এতে বিশ্বখ্যাত ভারতীয় সঙ্গীত তারকা এ আর রেহমানও অংশ নেবেন।
গতকাল সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গমনাগমন করবেন। “আমন্ত্রিত অতিথিদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার জন্য মঙ্গলবার বিকাল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ এলাকার রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।”
মিরপুর ১০ নম্বর থেকে ১ নম্বরের সনি ক্রসিং, টিঅ্যান্ডটি ক্রসিং থেকে প্রশিকা ক্রসিং পর্যন্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে পুলিশ জানিয়েছে। নাগরিকদের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হওয়ায় পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করা হয়েছে।
আজ প্রধানমন্ত্রী যাবেন, মিরপুরে যান চলাচল হবে নিয়ন্ত্রিত
ট্যাগস :
আজ প্রধানমন্ত্রী যাবেন
জনপ্রিয় সংবাদ