ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

অস্কারে ডুনের জয়জয়কার, সেরা চলচ্চিত্র কোডা

  • আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ডুনের জয়জয়কারের মধ্যে সেরা সিনেমার পুরস্কার জিতেছে সিয়ান হেডারের ‘কোডা’। তবে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন উইল স্মিথ। এবারই প্রথম তিনি সেরা অভিনেতার অস্কার জিতেছেন, তবে আলোচনার কারণ সেটা নয়। মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে চড় মেরে কোটি কোটি দর্শককে তিনি রীতিমত স্থম্ভিত করে দিয়েছেন। মহামারীর বিরতির পর এবার হলিউডের ডলবি থিয়েটারে ফিরেছে অস্কারের জমকালো আসর। ২০১১ সালের পর এবারই একাধিক সঞ্চালকের উপস্থাপনায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী হয়। ২০২২ সালের অস্কারের থিম ছিলো ‘মুভি লাভার ইউনাইট’। তবে ক্রিস রক আর উইল স্মিথের কল্যাণে অস্কারের মঞ্চ এবার যতটা নাটকীয়তা পেয়েছে, তেমনটা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষও চায়নি।
কোডার বাজিমাত
‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’, ‘স্পেনসারে’র মতো প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথমবার একটি স্ট্রিমিং প্ল্যাটফরমের চলচ্চিত্র ‘কোডা’ অস্কার জিতে ইতিহাস গড়েছে। সিয়ান হেডারের রচনা ও পরিচালনায় নির্মিত কোডা একটি মেয়ের গল্প নিয়ে আবর্তিত, যার পুরো পরিবার বধির এবং পরিবারের একমাত্র সদস্য ওই মেয়েটিরই শুধু শ্রবণ ক্ষমতা রয়েছে। জোনস নামের সেই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন এমিলিয়া জোনস।
সিএনএন জানিয়েছে, কোডা এবারের অস্কার আসরে তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। জোনসের বাবার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ট্রয়ি কোটসুর। অস্কারের ইতিহাসে তিনি দ্বিতীয় বধির শিল্পী যাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হল। এর আগে প্রথম বধির শিল্পী হিসেবে মারলি ম্যাটলিন ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেসার গড’ সিনেমায় অস্কার জিতে নেন। এছাড়া বেস্ট অ্যাডাপটেড স্ক্রিন প্লে বা সেরা আত্মীকৃত চিত্রনাট্য বিভাগেও অস্কার জিতেছে কোডা।
সেরা পরিচালক জেন ক্যাম্পিওন
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিওন। কাম্পিয়নের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এবারের অস্কারে সবচেয়ে বেশি ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। অন্য বিভাগগুলোতে সেরার খেতাব না জুটলেও সেরা নির্মাতার অস্কার শেষ পর্যন্ত কাম্পিয়নের হাতেই উঠেছে। সেরা নির্মাতা হিসেবে জেন কাম্পিয়ন এ নিয়ে দুই বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন, যা আর কোনো নারী নির্মাতার ক্ষেত্রে আগে কখনও ঘটেনি। নিউ জিল্যান্ডের এই নির্মাতা এর আগে প্রথম মনোনয়ন পেয়েছিলেন ১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো’র জন্য। আর কাম্পিয়নের আগে এ পুরস্কার পেয়েছেন কেবল দুজন নারী। ২০১০ সালে দ্য হার্ট লকার সিনেমার সেরা নির্মাতার পুরস্কার পান। ক্যাথরিন বিগেলো। আর ২০২১ সালের আসরের সেরা সিনেমা নোম্যাডল্যান্ডের জন্য সেরা নির্মাতার পুরস্কার পান ক্লোয়ি ঝাও, যিনি অস্কারজয়ী প্রথম অশ্বেতাঙ্গ নারী।
সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টাইন
‘দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেইন। জীবনীনির্ভর সিনেমা ‘দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে’ এ ট্যামি ফায়ে বাকেরের চরিত্রটি ফুটিয়ে তোলেন জেসিকা, যিনি মৃত্যুর আগ পর্যন্ত এলজিবিটিকিউ সম্প্রদায়ের একজন সক্রিয় অধিকার কর্মী ছিলেন। পুরস্কার নেওয়ার সময় জেসিকা বলেন, “আমরা সবাই আশা করি, আমরা যেমন, আমরা যাকে ভালোবাসি সবাই যেন সেভাবেই আমাদের গ্রহণ করে, এবং এমন একটা জীবন প্রত্যাশা করি যেখানে সহিংসতা বা আতঙ্কের ভীতি থাকবে না।”
সেরা অভিনেতা উইল স্মিথ
‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হলিউড তারকা উইল স্মিথ। এটাই তার ক্যারিয়ারের প্রথম অস্কার। এ সিনেমায় টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা রিচার্ড উইলিয়ামসের চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ। পুরস্কার নিতে মঞ্চে এসে কেঁদে ফেলেন তিনি। অবশ্য তার কিছুক্ষণ আগেই অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস রককে চড় মারেন তিনি, পুরস্কার নিতে এসে সেজন্য তিনি ক্ষমাও চেয়েছেন দর্শকদের সামনে।
এবং সেই চড়
স্ট্যান্ড-আপ কমেডিয়ান ক্রিস রক উপস্থাপনার ফাঁকে ফাঁকে বেশ কয়েকজন মনোনীতকে নিয়েই ঠাট্টা-মস্করা করছিলেন। এক পর্যায়ে স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের চুল ফেলে দেওয়া নিয়ে তিনি কৌতুক শুরু করেন। তিনি বলেন, “জাডা, আমি তোমাকে ভালোবাসি। জিআই জেন টু দেখার জন্য আমার তর সইছে না।” ক্রিস রকের ওই রসিকতা হজম করতে পারেননি উইল স্মিথ। এরপর তাকে মঞ্চে উঠে গিয়ে রকের গালে চড় মারতে দেখা যায়। তখন রকের দুই হাত পিছমোড়া অবস্থায় ছিল। পরক্ষণে সামলে নিয়ে রক বলে ওঠেন, “ওহ, ওউ! ওউ! উইল স্মিথ থাপড়ে আমার ভুত তাড়িয়ে দিয়েছে।”
তার এই কৌতুকে দর্শকরা হেসে ওঠেন। রক বলেন, “ও বন্ধু, এটা ছিল একটা জিআই জেন জোক।” আসলে ১৯৯৭ সালের জিআই জেন সিনেমার প্রসঙ্গ টেনেছিলেন রক, যেখানে ডেমি মুর মাথা ন্যাড়া করে অভিনয় করেছিলেন। সবাই ভেবেছিলেন, রকের গালে স্মিথের চড় হয়ত নাটক। কিন্তু এরপর স্মিথের প্রতিক্রিয়ায় সব স্পষ্ট হয়। ধমকে উঠে স্মিথ বলেন, “তোমার ৃ মুখে আমার স্ত্রীর নাম নিও না।”
ডিসেম্বরে জাডা পিনকেট স্মিথ বিলবোর্ড সাময়িকীকে বলেছিলেন, তিনি ‘অটোমেটিক ডিজঅর্ডার অ্যালোপেকিয়া’য় ভুগছেন, যার কারণে চুল পড়তে ও রক্তপাত হতে পারে। স্ত্রীর অসুস্থতা নিয়ে রকের ওই রসিকতা সহ্য করতে পারেননি স্মিথ। কয়েক মিনিট পর সেরা অভিনেতার অস্কার নিতে মঞ্চে ফেরেন স্মিথ। সে সময় তার বক্তেব্যে ওই ঘটনার জন্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং তার সহমনোনীতদের কাছে ক্ষমা চেয়ে নেন, তবে রকের নামও তিনি নেননি। রয়টার্স লিখেছে, স্মিথ ও রকের ঘটনাটি সম্ভবত এবারের আসরের সবচেয়ে আলোচিত এবং সম্ভবত আগামী বছরগুলোতেও অন্যতম আলোচিত ঘটনা হয়ে থাকবে।
ডুনের জয়জয়কার
এবারের অস্কারে দ্বিতীয় সর্বাধিক দশটি বিভাগে মনোনয়ন পেয়েছিল দুনি ভিলনাভের সায়েন্স ফিকশন সিনেমা ‘ডুন’। শেষ পর্যন্ত ছয়টি বিভাগেই সেরার পুরস্কার জিতে নিয়েছে এ চলচ্চিত্র। ১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হারবার্টের উপন্যাস ‘ডুন’ অবলম্বনে নির্মিত এ সিনেমার কাহিনী গড়ে উঠেছে আন্তগ্যালাক্সি যুদ্ধকে কেন্দ্র করে। এবার অস্কারে সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা শব্দগ্রহণ, সেরা সংগীত, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা সম্পাদনা বিভাগে সিনেমাটি অস্কার জিতে নিয়েছে।
আরও যারা জিতল
ওয়েস্ট সাইড স্টোরি সিনেমার জন্য আরিয়ানা দেবোস এবার সেরা সহ অভিনেত্রীর অস্কার পেয়েছেন। কোডা সিনেমার জন্য ট্রয় কটসুর পেয়েছেন সেরা সহ অভিনেতার পুরস্কার। সেরা বিদেশি ফিচার ফিল্মের অস্কার জিতেছে জাপানের ‘ড্রাইভ মাই কার’। ডেনমার্ক, নরওয়ে ও ইতালির সিনেমার পাশাপাশি এই বিভাগে মনোনয়ন পেয়েছিলো ভুটানের সিনেমা লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম। এবার সেরা মৌলিক গানের অস্কার জেমস বন্ড সিরিজের সাম্প্রতিকতম চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’-এর ঝুলিতে গেছে। পুরস্কার পেয়েছেন শিল্পী বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

অস্কারে ডুনের জয়জয়কার, সেরা চলচ্চিত্র কোডা

আপডেট সময় : ১১:০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সায়েন্স ফিকশন ব্লকবাস্টার ডুনের জয়জয়কারের মধ্যে সেরা সিনেমার পুরস্কার জিতেছে সিয়ান হেডারের ‘কোডা’। তবে সব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন উইল স্মিথ। এবারই প্রথম তিনি সেরা অভিনেতার অস্কার জিতেছেন, তবে আলোচনার কারণ সেটা নয়। মঞ্চে উঠে সঞ্চালক ক্রিস রককে চড় মেরে কোটি কোটি দর্শককে তিনি রীতিমত স্থম্ভিত করে দিয়েছেন। মহামারীর বিরতির পর এবার হলিউডের ডলবি থিয়েটারে ফিরেছে অস্কারের জমকালো আসর। ২০১১ সালের পর এবারই একাধিক সঞ্চালকের উপস্থাপনায় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী হয়। ২০২২ সালের অস্কারের থিম ছিলো ‘মুভি লাভার ইউনাইট’। তবে ক্রিস রক আর উইল স্মিথের কল্যাণে অস্কারের মঞ্চ এবার যতটা নাটকীয়তা পেয়েছে, তেমনটা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষও চায়নি।
কোডার বাজিমাত
‘দ্য পাওয়ার অফ দ্য ডগ’, ‘স্পেনসারে’র মতো প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথমবার একটি স্ট্রিমিং প্ল্যাটফরমের চলচ্চিত্র ‘কোডা’ অস্কার জিতে ইতিহাস গড়েছে। সিয়ান হেডারের রচনা ও পরিচালনায় নির্মিত কোডা একটি মেয়ের গল্প নিয়ে আবর্তিত, যার পুরো পরিবার বধির এবং পরিবারের একমাত্র সদস্য ওই মেয়েটিরই শুধু শ্রবণ ক্ষমতা রয়েছে। জোনস নামের সেই মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন এমিলিয়া জোনস।
সিএনএন জানিয়েছে, কোডা এবারের অস্কার আসরে তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। জোনসের বাবার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন ট্রয়ি কোটসুর। অস্কারের ইতিহাসে তিনি দ্বিতীয় বধির শিল্পী যাকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস দেওয়া হল। এর আগে প্রথম বধির শিল্পী হিসেবে মারলি ম্যাটলিন ১৯৮৭ সালে ‘চিলড্রেন অব আ লেসার গড’ সিনেমায় অস্কার জিতে নেন। এছাড়া বেস্ট অ্যাডাপটেড স্ক্রিন প্লে বা সেরা আত্মীকৃত চিত্রনাট্য বিভাগেও অস্কার জিতেছে কোডা।
সেরা পরিচালক জেন ক্যাম্পিওন
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিওন। কাম্পিয়নের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এবারের অস্কারে সবচেয়ে বেশি ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছিল। অন্য বিভাগগুলোতে সেরার খেতাব না জুটলেও সেরা নির্মাতার অস্কার শেষ পর্যন্ত কাম্পিয়নের হাতেই উঠেছে। সেরা নির্মাতা হিসেবে জেন কাম্পিয়ন এ নিয়ে দুই বার অস্কার মনোনয়ন পেয়েছিলেন, যা আর কোনো নারী নির্মাতার ক্ষেত্রে আগে কখনও ঘটেনি। নিউ জিল্যান্ডের এই নির্মাতা এর আগে প্রথম মনোনয়ন পেয়েছিলেন ১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো’র জন্য। আর কাম্পিয়নের আগে এ পুরস্কার পেয়েছেন কেবল দুজন নারী। ২০১০ সালে দ্য হার্ট লকার সিনেমার সেরা নির্মাতার পুরস্কার পান। ক্যাথরিন বিগেলো। আর ২০২১ সালের আসরের সেরা সিনেমা নোম্যাডল্যান্ডের জন্য সেরা নির্মাতার পুরস্কার পান ক্লোয়ি ঝাও, যিনি অস্কারজয়ী প্রথম অশ্বেতাঙ্গ নারী।
সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টাইন
‘দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসিকা চ্যাস্টেইন। জীবনীনির্ভর সিনেমা ‘দ্য আইজ অব দ্য ট্যামি ফায়ে’ এ ট্যামি ফায়ে বাকেরের চরিত্রটি ফুটিয়ে তোলেন জেসিকা, যিনি মৃত্যুর আগ পর্যন্ত এলজিবিটিকিউ সম্প্রদায়ের একজন সক্রিয় অধিকার কর্মী ছিলেন। পুরস্কার নেওয়ার সময় জেসিকা বলেন, “আমরা সবাই আশা করি, আমরা যেমন, আমরা যাকে ভালোবাসি সবাই যেন সেভাবেই আমাদের গ্রহণ করে, এবং এমন একটা জীবন প্রত্যাশা করি যেখানে সহিংসতা বা আতঙ্কের ভীতি থাকবে না।”
সেরা অভিনেতা উইল স্মিথ
‘কিং রিচার্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন হলিউড তারকা উইল স্মিথ। এটাই তার ক্যারিয়ারের প্রথম অস্কার। এ সিনেমায় টেনিস তারকা ভেনাস ও সেরেনা উইলিয়ামসের বাবা রিচার্ড উইলিয়ামসের চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ। পুরস্কার নিতে মঞ্চে এসে কেঁদে ফেলেন তিনি। অবশ্য তার কিছুক্ষণ আগেই অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস রককে চড় মারেন তিনি, পুরস্কার নিতে এসে সেজন্য তিনি ক্ষমাও চেয়েছেন দর্শকদের সামনে।
এবং সেই চড়
স্ট্যান্ড-আপ কমেডিয়ান ক্রিস রক উপস্থাপনার ফাঁকে ফাঁকে বেশ কয়েকজন মনোনীতকে নিয়েই ঠাট্টা-মস্করা করছিলেন। এক পর্যায়ে স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের চুল ফেলে দেওয়া নিয়ে তিনি কৌতুক শুরু করেন। তিনি বলেন, “জাডা, আমি তোমাকে ভালোবাসি। জিআই জেন টু দেখার জন্য আমার তর সইছে না।” ক্রিস রকের ওই রসিকতা হজম করতে পারেননি উইল স্মিথ। এরপর তাকে মঞ্চে উঠে গিয়ে রকের গালে চড় মারতে দেখা যায়। তখন রকের দুই হাত পিছমোড়া অবস্থায় ছিল। পরক্ষণে সামলে নিয়ে রক বলে ওঠেন, “ওহ, ওউ! ওউ! উইল স্মিথ থাপড়ে আমার ভুত তাড়িয়ে দিয়েছে।”
তার এই কৌতুকে দর্শকরা হেসে ওঠেন। রক বলেন, “ও বন্ধু, এটা ছিল একটা জিআই জেন জোক।” আসলে ১৯৯৭ সালের জিআই জেন সিনেমার প্রসঙ্গ টেনেছিলেন রক, যেখানে ডেমি মুর মাথা ন্যাড়া করে অভিনয় করেছিলেন। সবাই ভেবেছিলেন, রকের গালে স্মিথের চড় হয়ত নাটক। কিন্তু এরপর স্মিথের প্রতিক্রিয়ায় সব স্পষ্ট হয়। ধমকে উঠে স্মিথ বলেন, “তোমার ৃ মুখে আমার স্ত্রীর নাম নিও না।”
ডিসেম্বরে জাডা পিনকেট স্মিথ বিলবোর্ড সাময়িকীকে বলেছিলেন, তিনি ‘অটোমেটিক ডিজঅর্ডার অ্যালোপেকিয়া’য় ভুগছেন, যার কারণে চুল পড়তে ও রক্তপাত হতে পারে। স্ত্রীর অসুস্থতা নিয়ে রকের ওই রসিকতা সহ্য করতে পারেননি স্মিথ। কয়েক মিনিট পর সেরা অভিনেতার অস্কার নিতে মঞ্চে ফেরেন স্মিথ। সে সময় তার বক্তেব্যে ওই ঘটনার জন্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং তার সহমনোনীতদের কাছে ক্ষমা চেয়ে নেন, তবে রকের নামও তিনি নেননি। রয়টার্স লিখেছে, স্মিথ ও রকের ঘটনাটি সম্ভবত এবারের আসরের সবচেয়ে আলোচিত এবং সম্ভবত আগামী বছরগুলোতেও অন্যতম আলোচিত ঘটনা হয়ে থাকবে।
ডুনের জয়জয়কার
এবারের অস্কারে দ্বিতীয় সর্বাধিক দশটি বিভাগে মনোনয়ন পেয়েছিল দুনি ভিলনাভের সায়েন্স ফিকশন সিনেমা ‘ডুন’। শেষ পর্যন্ত ছয়টি বিভাগেই সেরার পুরস্কার জিতে নিয়েছে এ চলচ্চিত্র। ১৯৬৫ সালে প্রকাশিত ফ্রাঙ্ক হারবার্টের উপন্যাস ‘ডুন’ অবলম্বনে নির্মিত এ সিনেমার কাহিনী গড়ে উঠেছে আন্তগ্যালাক্সি যুদ্ধকে কেন্দ্র করে। এবার অস্কারে সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সিনেম্যাটোগ্রাফি, সেরা শব্দগ্রহণ, সেরা সংগীত, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা সম্পাদনা বিভাগে সিনেমাটি অস্কার জিতে নিয়েছে।
আরও যারা জিতল
ওয়েস্ট সাইড স্টোরি সিনেমার জন্য আরিয়ানা দেবোস এবার সেরা সহ অভিনেত্রীর অস্কার পেয়েছেন। কোডা সিনেমার জন্য ট্রয় কটসুর পেয়েছেন সেরা সহ অভিনেতার পুরস্কার। সেরা বিদেশি ফিচার ফিল্মের অস্কার জিতেছে জাপানের ‘ড্রাইভ মাই কার’। ডেনমার্ক, নরওয়ে ও ইতালির সিনেমার পাশাপাশি এই বিভাগে মনোনয়ন পেয়েছিলো ভুটানের সিনেমা লুনানা: এ ইয়াক ইন দ্য ক্লাসরুম। এবার সেরা মৌলিক গানের অস্কার জেমস বন্ড সিরিজের সাম্প্রতিকতম চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’-এর ঝুলিতে গেছে। পুরস্কার পেয়েছেন শিল্পী বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল।