ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৩:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা : বিনিয়োগ প্রাপ্তির সম্ভাবনা নিয়ে সেমিনার ইনভেস্টমেন্ট ফর বিজনেস গ্রোথ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজিত এই সেমিনার মঙ্গলবার (২২ মার্চ) রাজধানী ঢাকার ভিশন ২০২১ টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রবৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটি প্রতিষ্ঠান গ্রাফিক্স পিপল-এর ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহি। তিনি বলেন, বিনিয়োগ পেতে হলে সূচক উন্নয়নের কোনো বিকল্প নেই। সূচকের মধ্যে রয়েছে কর্ম পরিবেশ, কর্ম দক্ষতা, ব্যবসায়িক উন্নতি এবং আগামীর কর্মপরিকল্পনা। সূচকের মান যদি ভালো হয় এবং একটি ব্যবসার যদি অভীষ্ট লক্ষ্য সুদূরপ্রসারী হয় তবেই একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেন। আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও উদ্ভাবন প্রতিষ্ঠায় ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ৫০টি উদ্যোগকে ১০০ কোটি টাকার তহবিল সহযোগিতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। ইতিমধ্যে ১৫টি কোম্পানিতে ৩৩ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। আগামীতে এই বিনিয়োগ আরও বাড়বে। সামি আহমেদ আশ্বাস দিয়ে জানান, স্টার্টআপ বাংলাদেশ যেকোনো সম্ভাবনাময় উদ্যোগকে পরিপূর্ণ বাস্তবায়নের জন্য পাশে থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৫ সালের মাঝে বাংলাদেশ থেকে ৫টি ইউনিকর্ন প্রতিষ্ঠান আবির্ভূত হবে এবং সরকার এই লক্ষ্যে উদ্যোক্তাদের নানান সহায়তা প্রদান করছে। সমাপনী বক্তব্যে বাংলাদেশ ইনোভেশন ফোরামের সভাপতি আরিফুল হাসান অপু বলেন, কোভিড-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে শিল্প উৎপাদন খাতে পরিবর্তন এসেছে এবং একইসঙ্গে বেড়েছে প্রযুক্তির উপর নির্ভরতা। এসব পরিবর্তনের অগ্রাধিকার যাচাই এবং ভবিষ্যত বিনিয়োগ পরিস্থিতি, সুযোগ, নীতি কাঠামোর সংস্কারে সবাইকে সচেতন করতেই এই আয়োজন করেছে ইনোভেশন ফোরাম। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশে ইনোভেশন ফোরামের পরিচালক শাহাদাত হোসেন রিয়াদ এবং সৈয়দ মাহমুদ মুসা। সেমিনারটি আয়োজনে সহযোগী হিসেবে ছিল টেক টেরেইন আইটি লিমিটেড, রাইজ আপ ল্যাবস ও রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

বিশেষ সংবাদদাতা : বিনিয়োগ প্রাপ্তির সম্ভাবনা নিয়ে সেমিনার ইনভেস্টমেন্ট ফর বিজনেস গ্রোথ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজিত এই সেমিনার মঙ্গলবার (২২ মার্চ) রাজধানী ঢাকার ভিশন ২০২১ টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রবৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইটি প্রতিষ্ঠান গ্রাফিক্স পিপল-এর ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইলাহি। তিনি বলেন, বিনিয়োগ পেতে হলে সূচক উন্নয়নের কোনো বিকল্প নেই। সূচকের মধ্যে রয়েছে কর্ম পরিবেশ, কর্ম দক্ষতা, ব্যবসায়িক উন্নতি এবং আগামীর কর্মপরিকল্পনা। সূচকের মান যদি ভালো হয় এবং একটি ব্যবসার যদি অভীষ্ট লক্ষ্য সুদূরপ্রসারী হয় তবেই একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠেন। আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশে প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ ও উদ্ভাবন প্রতিষ্ঠায় ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ৫০টি উদ্যোগকে ১০০ কোটি টাকার তহবিল সহযোগিতা দেওয়ার কার্যক্রম শুরু করেছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। ইতিমধ্যে ১৫টি কোম্পানিতে ৩৩ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। আগামীতে এই বিনিয়োগ আরও বাড়বে। সামি আহমেদ আশ্বাস দিয়ে জানান, স্টার্টআপ বাংলাদেশ যেকোনো সম্ভাবনাময় উদ্যোগকে পরিপূর্ণ বাস্তবায়নের জন্য পাশে থাকবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৫ সালের মাঝে বাংলাদেশ থেকে ৫টি ইউনিকর্ন প্রতিষ্ঠান আবির্ভূত হবে এবং সরকার এই লক্ষ্যে উদ্যোক্তাদের নানান সহায়তা প্রদান করছে। সমাপনী বক্তব্যে বাংলাদেশ ইনোভেশন ফোরামের সভাপতি আরিফুল হাসান অপু বলেন, কোভিড-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বে শিল্প উৎপাদন খাতে পরিবর্তন এসেছে এবং একইসঙ্গে বেড়েছে প্রযুক্তির উপর নির্ভরতা। এসব পরিবর্তনের অগ্রাধিকার যাচাই এবং ভবিষ্যত বিনিয়োগ পরিস্থিতি, সুযোগ, নীতি কাঠামোর সংস্কারে সবাইকে সচেতন করতেই এই আয়োজন করেছে ইনোভেশন ফোরাম। সেমিনারটি পরিচালনা করেন বাংলাদেশে ইনোভেশন ফোরামের পরিচালক শাহাদাত হোসেন রিয়াদ এবং সৈয়দ মাহমুদ মুসা। সেমিনারটি আয়োজনে সহযোগী হিসেবে ছিল টেক টেরেইন আইটি লিমিটেড, রাইজ আপ ল্যাবস ও রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড।