নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির আয়োজনে শুরু হয়েছে দুইদিনের ‘মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী’। গতকাল বুধবার সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তন প্রাঙ্গণে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন জাতীয় পতাকা এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর দলীয় পতাকা উত্তোলন করে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। বিএনপির একদল শিল্পীর পরিবেশনার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মেলায় বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্বেষণধর্মী বই রয়েছে। এছাড়া জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আলোকচিত্র ও চিত্রকর্মও স্থান পেয়েছে। বইমেলা উপলক্ষে দুই দিনই সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের ঘোষণা জিয়াউর রহমান করেছেন- এটা সত্য ঘটনা, সত্য ইতিহাস। এটাকে অস্বীকার করার সুযোগ নেই।
“আজকে যারা গায়ের জোরের সরকার, তারা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ওই মুক্তিযুদ্ধের সূচনার ঘটনাকেও বিকৃত করছে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে। সেজন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে- মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরা। আমরা বলতে চাই, সত্যকে কখনো ধামাচাপা দেয়া যায় না, কেউ ধামাচাপা দিতে পারেনি।”
তিনি বলেন, “যদি সত্য ঘটনাগুলো আসে তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না। যদি মুক্তিযুদ্ধের কথা আমরা যেটা বলতে চাই, আজকে সেই সত্য যদি প্রতিষ্ঠিত করে আজকে স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে যদি সত্যিকারের ঘটনা লেখা হয়, তাহলে তারা যে মিথ্যাচার করছে সকল ক্ষেত্রে ধরা পড়ে যাবে। তবে এটা সত্যিই যে যেই বই পড়ুক না কেনো, যা যেখানে লেখা থাকুক না কেনো, ইতিহাস ইতিহাসই। ইতিহাস কেউ লিখতে পারে না, বিকৃত করতে পারে।”
অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশনায় ‘বস্ত্র ও পোশাকশিল্পের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথিদের চিত্রশিল্পী হীরা সোবহান কয়েকটি চিত্রকর্ম উপহার দেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির ‘সাজসজ্জা, মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্রপ্রদর্শনী কমিটি’র আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, চিত্র্রশিল্পী অধ্যাপক আবদুস সাত্তার, জাসাসের আহসানুল হক চৌধুরী, আলোকচিত্রী নুর উদ্দিন আহমেদ নূরু, পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের ফজলুর রহমান খোকন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির বইমেলা শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ