ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

তেলেঙ্গানায় কাঠের গুদামে আগুন, ১১ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : ০১:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় একটি কাঠের গুদামে অগ্নিকা-ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের সেকেন্দ্রাবাদে গতকাল বুধবার ভোররাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
অগ্নিকা-ে মারা যাওয়া ব্যক্তিদের সবাই বিহার থেকে যাওয়া অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, দুইতলা ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষে বিহার থেকে আসা ১২ অভিবাসী শ্রমিক ঘুমাচ্ছিলেন। আজ ভোররাত চারটার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নেভানো হয়। ভবনটি ভোইগুদা এলাকায় অবস্থিত। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। স্থানীয় কর্মকর্তারা এনডিটিভিকে বলেন, আগুন লাগলে কক্ষটি থেকে এক শ্রমিক লাফিয়ে বাইরে বের হতে সক্ষম হন। এ কারণে তিনি প্রাণে বেঁচে যান। বাকি ১১ জন আগুনে দগ্ধ হয়ে মারা যান।
ভবনটিতে মাত্র একটি ঘুরানো সিঁড়ি ছিল। ধারণা করা হচ্ছে, আগুন লাগার পর শ্রমিকেরা বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নাকেমুখে ধোঁয়া ঢুকে যাওয়ায় তাঁরা অচেতন হয়ে পড়েন।
কর্মকর্তারা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকা-ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অগ্নিকা-ে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নিহত ব্যক্তিদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্য সচিব সোমেশ কুমারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অগ্নিদুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

তেলেঙ্গানায় কাঠের গুদামে আগুন, ১১ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০১:২৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় একটি কাঠের গুদামে অগ্নিকা-ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের সেকেন্দ্রাবাদে গতকাল বুধবার ভোররাতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
অগ্নিকা-ে মারা যাওয়া ব্যক্তিদের সবাই বিহার থেকে যাওয়া অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। তারা জানায়, দুইতলা ভবনটির দ্বিতীয় তলার একটি কক্ষে বিহার থেকে আসা ১২ অভিবাসী শ্রমিক ঘুমাচ্ছিলেন। আজ ভোররাত চারটার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নেভানো হয়। ভবনটি ভোইগুদা এলাকায় অবস্থিত। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ। স্থানীয় কর্মকর্তারা এনডিটিভিকে বলেন, আগুন লাগলে কক্ষটি থেকে এক শ্রমিক লাফিয়ে বাইরে বের হতে সক্ষম হন। এ কারণে তিনি প্রাণে বেঁচে যান। বাকি ১১ জন আগুনে দগ্ধ হয়ে মারা যান।
ভবনটিতে মাত্র একটি ঘুরানো সিঁড়ি ছিল। ধারণা করা হচ্ছে, আগুন লাগার পর শ্রমিকেরা বের হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নাকেমুখে ধোঁয়া ঢুকে যাওয়ায় তাঁরা অচেতন হয়ে পড়েন।
কর্মকর্তারা বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকা-ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অগ্নিকা-ে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নিহত ব্যক্তিদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্য সচিব সোমেশ কুমারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অগ্নিদুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।