ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

দর্শক নিয়ে হচ্ছে এবারের আইপিএল

  • আপডেট সময় : ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে গত আইপিএলে দর্শককে খুঁজে পাওয়া যায়নি গ্যালারিতে। এবার তাদের জন্য সুখবর এলো। গতকাল বুধবার এক বিবৃতি দিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানায়, আসন্ন ১৫তম আসরে স্টেডিয়ামে তারা দর্শকদের ঢুকতে দিবে।
২৬ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে এই আসরের পর্দা উঠবে। কোভিড প্রটোকল মেনে স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন।
আনুষ্ঠানিক বিবৃতিতে লিগের গভর্নিং কাউন্সিল জানায়, ‘এই ম্যাচ হতে যাচ্ছে দারুণ এক উপলক্ষ, মহামারিতে নিষেধাজ্ঞা শেষে ১৫তম আইপিএল স্টেডিয়ামগুলোতে দর্শকদের স্বাগত জানাবে। সর্বকালের সবচেয়ে আকাঙ্ক্ষিত ক্রিকেট প্রতিযোগিতায় দারুণ উত্তেজনায় ঠাঁসা ম্যাচগুলো দেখতে ও প্রিয় খেলোয়াড়দের উৎসাহ দিতে পাগল ভক্তরা প্রস্তুত।’
৬৫ দিনের এই প্রতিযোগিতায় ৭০ লিগ ম্যাচ ও চারটি প্লে অফ মঞ্চস্থ হবে মুম্বাই ও পুনেতে। এই মৌসুমে ১২টি ডাবল হেডার হবে, দিনের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকাল চারটায়, পরের ম্যাচ হবে রাত ৮টায়।
এবারের আসরে আরো নতুন দুটিসহ ১০ দল অংশ নিবে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে লিগের ২০টি করে ম্যাচ। আর একই শহরের ব্রাবোর্নে স্টেডিয়াম ও পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি করে ম্যাচ।
প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এবং তিনটি করে ম্যাচ খেলবে ব্রাবোর্নে স্টেডিয়াম ও এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে।
লিগে মোট ৫৫ ম্যাচ হবে মুম্বাইয়ে। বাকি ম্যাচগুলো পুনেতে। ২৯ মে হবে ফাইনাল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

দর্শক নিয়ে হচ্ছে এবারের আইপিএল

আপডেট সময় : ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারণে গত আইপিএলে দর্শককে খুঁজে পাওয়া যায়নি গ্যালারিতে। এবার তাদের জন্য সুখবর এলো। গতকাল বুধবার এক বিবৃতি দিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানায়, আসন্ন ১৫তম আসরে স্টেডিয়ামে তারা দর্শকদের ঢুকতে দিবে।
২৬ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে এই আসরের পর্দা উঠবে। কোভিড প্রটোকল মেনে স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন।
আনুষ্ঠানিক বিবৃতিতে লিগের গভর্নিং কাউন্সিল জানায়, ‘এই ম্যাচ হতে যাচ্ছে দারুণ এক উপলক্ষ, মহামারিতে নিষেধাজ্ঞা শেষে ১৫তম আইপিএল স্টেডিয়ামগুলোতে দর্শকদের স্বাগত জানাবে। সর্বকালের সবচেয়ে আকাঙ্ক্ষিত ক্রিকেট প্রতিযোগিতায় দারুণ উত্তেজনায় ঠাঁসা ম্যাচগুলো দেখতে ও প্রিয় খেলোয়াড়দের উৎসাহ দিতে পাগল ভক্তরা প্রস্তুত।’
৬৫ দিনের এই প্রতিযোগিতায় ৭০ লিগ ম্যাচ ও চারটি প্লে অফ মঞ্চস্থ হবে মুম্বাই ও পুনেতে। এই মৌসুমে ১২টি ডাবল হেডার হবে, দিনের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় বিকাল চারটায়, পরের ম্যাচ হবে রাত ৮টায়।
এবারের আসরে আরো নতুন দুটিসহ ১০ দল অংশ নিবে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে লিগের ২০টি করে ম্যাচ। আর একই শহরের ব্রাবোর্নে স্টেডিয়াম ও পুনের এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১৫টি করে ম্যাচ।
প্রতি দল চারটি করে ম্যাচ খেলবে ওয়াংখেড়ে ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এবং তিনটি করে ম্যাচ খেলবে ব্রাবোর্নে স্টেডিয়াম ও এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে।
লিগে মোট ৫৫ ম্যাচ হবে মুম্বাইয়ে। বাকি ম্যাচগুলো পুনেতে। ২৯ মে হবে ফাইনাল।