ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, বেড়েছে শনাক্ত

  • আপডেট সময় : ০২:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জনই রয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৮টি ল্যাবরেটরিতে ১০ হাজার ২২৭টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৮৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১৩৪টিতে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ থেকে আজ সোমবার (২১ মার্চ) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২১ শতাংশ। ২১ মার্চ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ২৯ হাজার ১১৭ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯১ জন ও নারী ১০ হাজার ৫২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ হাজার ১৪০ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জনে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম বদলে হলো ঢাকা বাণিজ্যমেলা

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, বেড়েছে শনাক্ত

আপডেট সময় : ০২:২৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৭ জনই রয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১১৬ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৮টি ল্যাবরেটরিতে ১০ হাজার ২২৭টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৮৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১৩৪টিতে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১ দশমিক শূন্য ৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ থেকে আজ সোমবার (২১ মার্চ) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২১ শতাংশ। ২১ মার্চ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত ২৯ হাজার ১১৭ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯১ জন ও নারী ১০ হাজার ৫২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ হাজার ১৪০ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জনে।