ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

তিন সপ্তাহেও আইপিএল খেলার ভিসা পেলেন না মইন আলি

  • আপডেট সময় : ১১:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : তিন সপ্তাহ ধরে অপেক্ষা করেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলার ভিসা পেলেন না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। যে কারণে টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগেও নিজ দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। আইপিএল খেলার জন্য ভারতের ভিসা চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ভারতীয় হাই কমিশনে আবেদন করেছেন মইন। কিন্তু সেই আবেদনের প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও, ভিসার কাগজপত্র বুঝে পাননি তিনি। যা নিয়ে চিন্তিত চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিও। এবারের আইপিএলের মেগা নিলামের আগেই ৮ কোটি রুপিতে মইনকে দলে রেখে দিয়েছিল চেন্নাই। যার মানে তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই ভাবছে দলটি। কিন্তু এ তারকা অলরাউন্ডার আসর শুরুর সপ্তাহখানেকের মধ্যেও দলের সঙ্গে যোগ দিতে না পারায় হতাশ চেন্নাই।
ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘সে (মইন) ফেব্রুয়ারির ২৮ তারিখে ভিসার জন্য আবেদন করেছেন। প্রায় ২০ দিন হয়ে গেলো। ভারতে সে নিয়মিতই যাতায়াত করে। তবু এবার ভ্রমণের কাগজপত্র দেওয়া হচ্ছে না তাকে।’ তিনি আরও যোগ করেন, ‘আশা করছি সে শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারবে। সে জানিয়েছে কাগজ পাওয়ার পর প্রথম ফ্লাইটেই চলে আসবে। বিসিসিআইও আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আমরা আশা করছি সোমবারের মধ্যে কাগজপত্র পেয়ে যাবে।’ একই সমস্যায় পড়েছেন আইপিএলের নবাগত দল গুজরাট লায়ন্সের কোচিং স্টাফের সদস্য আব্দুল নাইম। তিনি লন্ডনে বসে ভিসার কাগজপত্রের অপেক্ষা করছেন। গুজরাট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে তার। উল্লেখ্য, আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৫তম আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্সআপ কলকাতা নাইট রাইডার্স।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো চালক সিন্ডিকেট, নবজাতকের মৃত্যু

তিন সপ্তাহেও আইপিএল খেলার ভিসা পেলেন না মইন আলি

আপডেট সময় : ১১:২৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : তিন সপ্তাহ ধরে অপেক্ষা করেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলার ভিসা পেলেন না ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলি। যে কারণে টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগেও নিজ দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। আইপিএল খেলার জন্য ভারতের ভিসা চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের ভারতীয় হাই কমিশনে আবেদন করেছেন মইন। কিন্তু সেই আবেদনের প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও, ভিসার কাগজপত্র বুঝে পাননি তিনি। যা নিয়ে চিন্তিত চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজিও। এবারের আইপিএলের মেগা নিলামের আগেই ৮ কোটি রুপিতে মইনকে দলে রেখে দিয়েছিল চেন্নাই। যার মানে তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই ভাবছে দলটি। কিন্তু এ তারকা অলরাউন্ডার আসর শুরুর সপ্তাহখানেকের মধ্যেও দলের সঙ্গে যোগ দিতে না পারায় হতাশ চেন্নাই।
ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ ভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘সে (মইন) ফেব্রুয়ারির ২৮ তারিখে ভিসার জন্য আবেদন করেছেন। প্রায় ২০ দিন হয়ে গেলো। ভারতে সে নিয়মিতই যাতায়াত করে। তবু এবার ভ্রমণের কাগজপত্র দেওয়া হচ্ছে না তাকে।’ তিনি আরও যোগ করেন, ‘আশা করছি সে শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারবে। সে জানিয়েছে কাগজ পাওয়ার পর প্রথম ফ্লাইটেই চলে আসবে। বিসিসিআইও আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আমরা আশা করছি সোমবারের মধ্যে কাগজপত্র পেয়ে যাবে।’ একই সমস্যায় পড়েছেন আইপিএলের নবাগত দল গুজরাট লায়ন্সের কোচিং স্টাফের সদস্য আব্দুল নাইম। তিনি লন্ডনে বসে ভিসার কাগজপত্রের অপেক্ষা করছেন। গুজরাট ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই ভিসা সংক্রান্ত জটিলতা কেটে যাবে তার। উল্লেখ্য, আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৫তম আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্সআপ কলকাতা নাইট রাইডার্স।