ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

যুদ্ধের মধ্যে ইউক্রেইনে ৮৪৭ বেসামরিক নিহত: জাতিসংঘ

  • আপডেট সময় : ১১:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
এ বিশ্ব সংস্থার মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ৮৪৭ জন নিহত হওয়ার পাশাপাশি ১ হাজার ৩৯৯ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
তাদের বেশিরভাগই ভারী কামানের গোলা, মাল্টিপল রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায় হতাহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
ওএইচসিএইচআরের একটি বড় পর্যবেক্ষক দল যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেইনে কাজ করছে। তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু শহরের হতাহতের চিত্র এখনও তারা যাচাই করতে পারেনি। সে কারণে যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছে সংস্থাটি।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, ইতোমধ্যে ৩০ লাখ মানুষ ইউক্রেইন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

যুদ্ধের মধ্যে ইউক্রেইনে ৮৪৭ বেসামরিক নিহত: জাতিসংঘ

আপডেট সময় : ১১:১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর থেকে রুশ বাহিনীর হামলায় কমপক্ষে ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
এ বিশ্ব সংস্থার মানবাধিকার-বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ৮৪৭ জন নিহত হওয়ার পাশাপাশি ১ হাজার ৩৯৯ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
তাদের বেশিরভাগই ভারী কামানের গোলা, মাল্টিপল রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলায় হতাহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
ওএইচসিএইচআরের একটি বড় পর্যবেক্ষক দল যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেইনে কাজ করছে। তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু শহরের হতাহতের চিত্র এখনও তারা যাচাই করতে পারেনি। সে কারণে যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছে সংস্থাটি।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রুশ বাহিনী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, ইতোমধ্যে ৩০ লাখ মানুষ ইউক্রেইন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।