ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

ক্রিপ্টো মুদ্রাকে বৈধতা দিয়েছে ইউক্রেন সরকার

  • আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেইনে আনুষ্ঠানিক বৈধতা পেয়েছে ক্রিপ্টো মুদ্রা। নতুন একটি বিলে স্বাক্ষর করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যা তাৎক্ষণিকভাবে দেশটিতে ক্রিপ্টো মুদ্রার লেনদেনকে বৈধতা দিয়েছে।
রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কয়েক কোটি ডলারের অনুদান ক্রিপ্টো মুদ্রা হিসেবে পেয়েছে ইউক্রেইন। সেই বাস্তবতায় বিতর্কিত এবং ক্ষেত্রবিশেষে মূল ধারার আর্থিক ব্যবস্থার বিকল্প হিসেবে বিবেচিত মুদ্রা ব্যবস্থাটিকে বৈধতা দিলেন জেলেনস্কি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, জেলেনস্কি যে বিলটিতে স্বাক্ষর করেছেন তাতে ফেব্রুয়ারি মাসেই অনুমোদন দিয়েছিল ইউক্রেইনের পার্লামেন্ট। বিলটি “ইউক্রেইনে ভার্চুয়াল সম্পদের বৈধ বাজার প্রচলনের পরিস্থিতি সৃষ্টি করবে” বলে জানিয়েছে ভার্জ। নতুন বিলটির অধীনে ক্রিপ্টো প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্ট খুলতে পারবে ইউক্রেইনের ব্যাংকগুলো। ক্রিপ্টো মুদ্রা খাতের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে ‘ন্যাশনাল ব্যাংক অফ ইউক্রেইন’ এবং ‘ন্যাশনাল কমিশন অন সিকিউরিটিজ অ্যান্ড স্টক মার্কেট’। অর্থাৎ, ইউক্রেইনে কর্মকা- চালাতে সরকারের কাছে নিবন্ধন করতে হবে ক্রিপ্টো মুদ্রা সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে।
এ প্রসঙ্গে এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেইনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ বলেছেন, নতুন আইনটি “ক্রিপ্টো খাতকে ছায়ার জগৎ থেকে বাইরে নিয়ে আসবে।”
“যুদ্ধের শুরু থেকেই ইউক্রেইনের সামরিক বাহিনীকে সমর্থন দিতে বাড়তি তহবিলে প্রয়োজন মেটানোর শক্তিশালী টুলে পরিণত হয়েছে ক্রিপ্টো মুদ্রাগুলো। যুদ্ধের তিন সপ্তাহে পাঁচ কোটি ৪০ লাখ ডলারের ক্রিপ্টো তহবিল জোগাড় করেছে ইউক্রেইন,” যোগ করেন তিনি। তবে, অন্যান্য সূত্রের বরাত দিয়ে ভার্জ জানিয়েছে, ইউক্রেইন সরকার প্রায় ১০ কোটি ডলারের ক্রিপ্টো মুদ্রা অনুদান হিসেবে পেয়েছে– এমনটাও শোনা যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধের শুরু থেকেই ক্রিপ্টো মুদ্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেইনে আসা আর্থিক অনুদানের সিংহভাগ এসেছে ক্রিপ্টো মুদ্রা হিসেবে। অন্যদিকে, বাণিজ্যিক অবরোধের জেরে দুর্বল হয়ে পড়ে রাশিয়ার অর্থনীতিতে নাগরিকদের শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে ক্রিপ্টো মুদ্রাগুলোকে। ইউক্রেইনের সাধারণ নাগরিকরাও লক্ষ্যণীয় হারে ক্রিপ্টো সম্পদ কিনছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রিপ্টো মুদ্রাকে বৈধতা দিয়েছে ইউক্রেন সরকার

আপডেট সময় : ০১:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

প্রত্যাশা ডেস্ক : ইউক্রেইনে আনুষ্ঠানিক বৈধতা পেয়েছে ক্রিপ্টো মুদ্রা। নতুন একটি বিলে স্বাক্ষর করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যা তাৎক্ষণিকভাবে দেশটিতে ক্রিপ্টো মুদ্রার লেনদেনকে বৈধতা দিয়েছে।
রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কয়েক কোটি ডলারের অনুদান ক্রিপ্টো মুদ্রা হিসেবে পেয়েছে ইউক্রেইন। সেই বাস্তবতায় বিতর্কিত এবং ক্ষেত্রবিশেষে মূল ধারার আর্থিক ব্যবস্থার বিকল্প হিসেবে বিবেচিত মুদ্রা ব্যবস্থাটিকে বৈধতা দিলেন জেলেনস্কি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, জেলেনস্কি যে বিলটিতে স্বাক্ষর করেছেন তাতে ফেব্রুয়ারি মাসেই অনুমোদন দিয়েছিল ইউক্রেইনের পার্লামেন্ট। বিলটি “ইউক্রেইনে ভার্চুয়াল সম্পদের বৈধ বাজার প্রচলনের পরিস্থিতি সৃষ্টি করবে” বলে জানিয়েছে ভার্জ। নতুন বিলটির অধীনে ক্রিপ্টো প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্ট খুলতে পারবে ইউক্রেইনের ব্যাংকগুলো। ক্রিপ্টো মুদ্রা খাতের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে ‘ন্যাশনাল ব্যাংক অফ ইউক্রেইন’ এবং ‘ন্যাশনাল কমিশন অন সিকিউরিটিজ অ্যান্ড স্টক মার্কেট’। অর্থাৎ, ইউক্রেইনে কর্মকা- চালাতে সরকারের কাছে নিবন্ধন করতে হবে ক্রিপ্টো মুদ্রা সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে।
এ প্রসঙ্গে এক টেলিগ্রাম পোস্টে ইউক্রেইনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদোরভ বলেছেন, নতুন আইনটি “ক্রিপ্টো খাতকে ছায়ার জগৎ থেকে বাইরে নিয়ে আসবে।”
“যুদ্ধের শুরু থেকেই ইউক্রেইনের সামরিক বাহিনীকে সমর্থন দিতে বাড়তি তহবিলে প্রয়োজন মেটানোর শক্তিশালী টুলে পরিণত হয়েছে ক্রিপ্টো মুদ্রাগুলো। যুদ্ধের তিন সপ্তাহে পাঁচ কোটি ৪০ লাখ ডলারের ক্রিপ্টো তহবিল জোগাড় করেছে ইউক্রেইন,” যোগ করেন তিনি। তবে, অন্যান্য সূত্রের বরাত দিয়ে ভার্জ জানিয়েছে, ইউক্রেইন সরকার প্রায় ১০ কোটি ডলারের ক্রিপ্টো মুদ্রা অনুদান হিসেবে পেয়েছে– এমনটাও শোনা যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেইনের যুদ্ধের শুরু থেকেই ক্রিপ্টো মুদ্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেইনে আসা আর্থিক অনুদানের সিংহভাগ এসেছে ক্রিপ্টো মুদ্রা হিসেবে। অন্যদিকে, বাণিজ্যিক অবরোধের জেরে দুর্বল হয়ে পড়ে রাশিয়ার অর্থনীতিতে নাগরিকদের শেষ ভরসা হিসেবে দেখা হচ্ছে ক্রিপ্টো মুদ্রাগুলোকে। ইউক্রেইনের সাধারণ নাগরিকরাও লক্ষ্যণীয় হারে ক্রিপ্টো সম্পদ কিনছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।